বার ও নাইট ক্লাবের মহিলা নিয়োগ নিয়ে আপত্তি বিজেপির; প্রতিবাদী মিছিল ঘিরে ধুন্ধুমার

Views: 78
0 0

*বার ও নাইট ক্লাবের মহিলা নিয়োগ নিয়ে আপত্তি বিজেপির; প্রতিবাদী মিছিল ঘিরে ধুন্ধুমার*

 

নবনীতা পাল, Rong News

রাজ্য আবগারি দপ্তরের অধীনে মদের দোকান, বার ও নাইট ক্লাবে মহিলাদের নিয়োগে ছাড়পত্র দিয়েছে রাজ্য সরকার। এই সিদ্ধান্তের বিরুদ্ধে শনিবার পথে নেমেছিল বঙ্গ বিজেপি। আর সেই মিছিল ঘিরে ধুন্ধুমার বেঁধে যায় কলেজ স্ট্রিট, বি বি গাঙ্গুলি স্ট্রিটে। অবরুদ্ধ হয়ে পড়ে গোটা এলাকা। বিজেপির দাবি, বাংলায় মদের দোকান, বার ও নাইট ক্লাবে মহিলাদের কাজ করার মতো পরিস্থিতি নেই। যদিও তাদের এই দাবির নিন্দা করেছে রাজ্যের শাসকদল।

 

দিন কয়েক আগেই বিধানসভায় নয়া বিল পাশ হয়। যেখানে বলা হয়, এবার থেকে বার কাম রেস্তরাঁ, লিকার অন শপে বসার ক্ষেত্রে আর বাধা থাকছে না মহিলাদের জন্য। উল্লেখ্য, ভিনরাজ্যে বার, রেস্তরাঁর কাউন্টারে মহিলারাও থাকেন। কিন্তু বাংলায় সেই নিয়ম ছিল না এতদিন। এবার তা বদল হল। এর বিরোধিতা করে রাস্তায় নামে বিজেপির মহিলা মোর্চা। তাদের ডাকে কলেজ স্কোয়ার থেকে পশ্চিমবঙ্গ সরকারের আবগারি অধিদপ্তর, বউবাজার পর্যন্ত বিশাল প্রতিবাদ মিছিল ডাকা হয়। সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার, অগ্নিমিত্রা পল। বি বি গাঙ্গুলি স্ট্রিটের কাছে মিছিল আটকে দেয় পুলিশ। কাঁদানে গ্যাস ছোড়া হয়। এই ঘটনাকে ধুন্ধুমার বেঁধে যায়।

 

বিজেপির অভিযোগ, বাংলায় মহিলাদের নিরাপত্তা দিয়ে ব্যর্থ রাজ্য সরকার। তারপরেও এমন ক্ষেত্রে মহিলাদের নিয়োগ করা হবে যেখানে যে কোনও মুহূর্তে নিরাপত্তা লঙঘিত হতে পারে। এ প্রসঙ্গে বঙ্গ বিজেপির মহিলা সভানেত্রী অগ্নিমিত্রা পল বলেন, “তৃণমূলের পুলিশ মহিলাদের এফআইআর নেয় না। মহিলাদের সম্মান করে না। এমন অবস্থায় বার, পাবে মহিলারা কাজ করলে তাদের নিরাপত্তা আরও চিন্তা বাড়াবে।” ওয়াকিবহাল মহলের দাবি, কলকাতা মহিলাদের জন্য নিরাপদতম শহর। কেন্দ্র সরকারই জানিয়েছে, এ শহরে মহিলারা সবচেয়ে বেশি নিরাপদ। তাদের নিরাপত্তার জন্য একাধিক পদক্ষেপ করেছে রাজ্য সরকার। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মহিলাদের এগিয়ে যাওয়ার বার্তা দিচ্ছেন। সেখানে পেশাগত জগতে মহিলা-পুরুষে ভাগাভাগি করছে বঙ্গ বিজেপি। তবে কি প্রধানমন্ত্রীর স্লোগানের বিরুদ্ধাচারণ করছে তারা?

 

 

 

 

 

সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, সোমনাথ মুখোপাধ্যায়,প্রতীক চ্যাটার্জী

ম্যানেজার – বুবুন মাইতি

এডিটর – দিব্যেন্দু দাস

এডিটর ইন চিফ – রাকেশ শর্মা

Happy
Happy
0
Sad
Sad
0
Excited
Excited
0
Sleepy
Sleepy
0
Angry
Angry
0
Surprise
Surprise
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *