আর.জি.কর কাণ্ডের ঘটনা অবলম্বনে আসছে নতুন সিনেমা ‘প্রশ্ন’ – নির্যাতিতার চরিত্রে অভিনেত্রী পায়েল সরকার

Views: 221
0 0

*আর.জি.কর কাণ্ডের ঘটনা অবলম্বনে আসছে নতুন সিনেমা ‘প্রশ্ন’ – নির্যাতিতার চরিত্রে অভিনেত্রী পায়েল সরকার*

নবনীতা পাল: Rong News

কলকাতার বহুল আলোচিত আরজি কর-কাণ্ডের রেশ এখনও তাজা। গত জুলাইয়ে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনার বিচার চললেও সত্যিই কি ন্যায়বিচার হয়েছে? সেই প্রশ্ন নিয়েই এবার তৈরি হয়েছে নতুন বাংলা ছবি ‘প্রশ্ন’। মিলন ভৌমিক পরিচালিত এই সিনেমাটি ২৫ এপ্রিল মুক্তি পাচ্ছে এবং এতে নির্যাতিতার চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী পায়েল সরকার।

পরিচালক মিলন ভৌমিকের মতে, এই সিনেমা বাস্তব ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত হলেও এতে কিছু কাল্পনিক উপাদান সংযোজন করা হয়েছে। কিন্তু মূল বিষয়বস্তু অপরিবর্তিত রয়েছে। তিনি জানিয়েছেন, সমাজে নারী নির্যাতনের ঘটনা থেমে নেই এবং ‘প্রশ্ন’ সেই নির্মম বাস্তবতাকে তুলে ধরার একটি প্রচেষ্টা।

নির্যাতিতার চরিত্রে অভিনয় করা যে সহজ নয়, তা স্বীকার করেছেন পায়েল সরকার।
তিনি বলেছেন— “এই ধরনের স্পর্শকাতর ঘটনা আমাদের ছুঁয়ে যায়। অভিনয়ের সময় নিজেকে মানসিকভাবে প্রস্তুত করতে হয়েছে। সমাজের বাস্তবতা দেখিয়ে আমি হতবাক হয়েছি, কষ্ট পেয়েছি, রাগও লেগেছে।।”

ছবির মূল বিষয়বস্তু নারী নির্যাতন ও বিচার ব্যবস্থার বাস্তব চিত্র। সিনেমায় অভিনয় করেছেন রাজেশ শর্মা, খরাজ মুখোপাধ্যায়, তুলিকা বসু, রাজ ভৌমিক, পাপিয়া অধিকারী, মৌবনি সরকার-সহ একঝাঁক অভিজ্ঞ শিল্পী। সিনেমাটি ইউ+এ১৬ শংসাপত্র পেয়েছে সেন্সর বোর্ড থেকে। প্রকৃত ধর্ষণ ও হত্যার দৃশ্য সরাসরি দেখানো হয়নি, প্রতীকী উপস্থাপন করা হয়েছে।

পায়েল সরকার বলেছেন— “সিনেমায় কোনও রাজনৈতিক দলকে দায়ী করা হয়নি। বরং দেখানো হয়েছে, নারী নির্যাতন আমাদের সমাজে কতটা গভীরভাবে শিকড় গেঁড়ে বসেছে। শাসনব্যবস্থাকে দোষারোপ করা হলেও সমস্যার সমাধান হয়নি।”

বর্তমানে বাংলা ছবির দর্শক কমে গেছে বলে অভিযোগ অনেকের। তবে পরিচালক এবং অভিনেত্রী আশাবাদী যে, সমাজের গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে তৈরি এই ছবি দর্শকদের হলে ফেরাতে পারবে।

 

 

 

 

 

 

 

 

সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, সোমনাথ মুখোপাধ্যায়,প্রতীক চ্যাটার্জী

ম্যানেজার – বুবুন মাইতি

এডিটর – দিব্যেন্দু দাস

এডিটর ইন চিফ – রাকেশ শর্মা

Happy
Happy
0
Sad
Sad
0
Excited
Excited
0
Sleepy
Sleepy
0
Angry
Angry
0
Surprise
Surprise
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *