ইউটিউবে আসছেন আমির খান
সোমনাথ মুখোপাধ্যায়:Rong News

সিনেমা অনুরাগীদের জন্য সুখবর। নিজস্ব ইউটিউব চ্যানেলের মাধ্যমে ভক্ত, অনুরাগীদের কাছে আসতে চলেছেন জনপ্রিয় বলিউড তারকা আমির খান। সূত্রের খবর, আমির খান টকিজ্ নামে ইউটিউব চ্যানেলটি দ্রুত চালু হতে চলেছে।
দীর্ঘ ত্রিশ বছরের বেশি বলিউডে কাটিয়ে দিয়েছেন মিস্টার পারফেকশনিস্ট বলে খ্যাত অভিনেতা আমির খান। কয়ামত সে কয়ামত তক, রাজা হিন্দুস্তানি, সরফারোশ, লাগান থেকে ধূম, থ্রি ইডিয়টস, পিকে, মঙ্গল পান্ডে, দঙ্গলের মতো বহু হিট ছবির রেকর্ড তাঁর ঝুলিতে। তাঁর অসামান্য অভিনয়ের জন্য পেয়েছেন রাষ্ট্রপতি পুরস্কার। কিন্তু লাল সিং চাড্ডার পর দীর্ঘদিন বড়ো পর্দা থেকে দূরে থাকার পর সমাজ মাধ্যমে অভিনেতা নিজেই জানিয়েছেন, দীর্ঘ কেরিয়ারের অভিজ্ঞতা তাঁর অনুরাগীদের মধ্যে ভাগ করে নিতে ইউটিউবের মাধ্যমে খুব তাড়াতাড়ি আসছেন তিনি। তাঁর কথায়, প্রতিটি দৃশ্যের পিছনে থাকে একটা গল্প। সেই গল্প বলার সুযোগ হয়নি এতদিন। এবার সুযোগ তৈরি করা গেল। জানা গিয়েছে, আমিরের নিজের কথা ছাড়াও ফিল্মের টেকনিশিয়ান, পরিচালক, স্ক্রিপ্ট লেখকদের কাজের কথা উঠে আসবে ইউটিউবে। থাকবে ব্যক্তিগত জীবনের কিছু অজানা গল্প। এর পাশাপাশি সিনেমা তৈরির প্রক্রিয়ার অদেখা মুহুর্ত, বিশেষ দৃশ্য ও শুটিংয়ের মজার অভিজ্ঞতার কথাও বলা হবে ইউটিউবে। সূত্রের দাবি, ইউটিউব চ্যানেলের পাশাপাশি আমির খানের নিজস্ব প্রোডাকশন ইউনিট ‘আমির খান প্রোডাকশনস’-র নয়া ওয়েবসাইটও চালু হতে চলেছে। মিস্টার পারফেকশনিস্ট আমির খানের নয়া উদ্যোগ কতটা জনপ্রিয় হয় সেটাই এখন দেখার।

সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, সোমনাথ মুখোপাধ্যায়,প্রতীক চ্যাটার্জী
ম্যানেজার – বুবুন মাইতি
এডিটর – দিব্যেন্দু দাস
এডিটর ইন চিফ – রাকেশ শর্মা
