*বাথরুমের স্যুটকেসে স্ত্রীর মৃতদেহ;বেঙ্গালুরুতে মর্মান্তিক চাঞ্চল্য*
নবনীতা পাল:Rong News
মেরঠ, আউরিয়া, রোহতকের পর এবার বেঙ্গালুরু৷ তবে এবার স্বামীর হাতে খুন হলেন স্ত্রী৷ অভিযোগ, স্ত্রীর ক্ষতবিক্ষত দেহ একটি স্যুটকেসে ভরে রেখে পালিয়ে যান স্বামী৷ পরে এক প্রতিবেশীকে ফোন করে স্ত্রীকে খুনের কথা জানায় অভিযুক্ত যুবক৷ এর পরই স্যুটকেস বন্দি তরুণীর দেহ উদ্ধার করে পুলিশ৷
চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে বেঙ্গালুরুর ডোড্ডাকাম্মানহাল্লি এলাকায়৷ মৃত ওই তরুণীর নাম গৌরী অনিল সামব্রে৷ তাঁর স্বামীর নাম রাজেন্দ্র খেড়কর৷ দুবছর আগে এই দম্পতির বিয়ে হয়। দু জনে আদতে মহারাষ্ট্রের বাসিন্দা হলেও কর্মসূত্রে কিছু দিন আগে বেঙ্গালুরুতে এসে বসবাস শুরু করেন৷
পুলিশ জানিয়েছে, গত বুধবার নিজের স্ত্রীকে খুন করে রাজেন্দ্র৷ এর পর পালিয়ে যায় সে৷ পরে ওই বহুতলেরই অন্য এক বাসিন্দাকে ফোন করে স্ত্রীকে খুনের কথা স্বীকার করে সে৷ রাজেন্দ্রর ওই প্রতিবেশী সঙ্গে সঙ্গে বিষয়টি বাড়ির মালিককে জানান৷ বাড়ির মালিক বৃহস্পতিবার বিকেলে পুলিশে খবর দেন৷
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তালা ভেঙে ওই দম্পতির ঘরে ঢোকে পুলিশ৷ বাথরুমের ভিতর থেকে একটি স্যুটকেসের মধ্যে থেকে ওই তরুণীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়৷ পুলিশ জানিয়েছে, তরুণীর ঘাড়ে এবং পেটে গভীর ক্ষত ছিল৷ দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ৷
পুলিশ জানিয়েছে, রাজেন্দ্র বেঙ্গালুরুর একটি তথ্যপ্রযুক্তি সংস্থায় প্রোজেক্ট ম্যানেজার হিসেবে কর্মরত ছিল৷ তাঁর স্ত্রী গৌরী গৃহবধূ হলেও চাকরির খোঁজ করছিলেন৷ দু বছর আগে তাঁদের বিয়ে হয়৷ স্ত্রীকে খুনের পর রাজেন্দ্র পুণেতে পালিয়ে যায়৷ বেঙ্গালুরু পুলিশের থেকে খবর পেয়ে তাঁকে গ্রেফতার করে পুণে পুলিশ৷ মোবাইলের টাওয়ার লোকেশন দেখেই তার অবস্থান জানতে পারে পুলিশ৷ শুক্রবার রাজেন্দ্রকে বেঙ্গালুরুতে নিয়ে আসা হবে৷
সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, সোমনাথ মুখোপাধ্যায়,প্রতীক চ্যাটার্জী
ম্যানেজার – বুবুন মাইতি
এডিটর – দিব্যেন্দু দাস
এডিটর ইন চিফ – রাকেশ শর্মা
