ব্রিটেনে মমতা বন্দ্যপাধ্যায়ের ভাষণের মাঝে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ

Views: 65
0 0

ব্রিটেনে মমতা বন্দ্যপাধ্যায়ের ভাষণের মাঝে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ

 

নবনীতা পাল:Rong News

 

ব্রিটেনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণের মধ্যেই ‘অভয়া’-র নাম উঠে এল। বৃহস্পতিবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলোগ কলেজে যখন মুখ্যমন্ত্রী ভাষণ দিচ্ছিলেন, সেইসময় শ্রোতাদের মধ্যে থেকে আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনা নিয়ে প্রশ্ন তোলা হয়। সরাসরি আঙুল তোলা হয় তাঁর সরকারের দিকে। সেটার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী বলেন, ‘এটা বিচারাধীন বিষয়। আর কেন্দ্রীয় সরকার এই মামলার দায়িত্বভার নিয়েছে (সিবিআই তদন্ত)। এই মামলার তদন্তভার আমাদের হাতে নেই। দয়া করে রাজনীতি করবেন না। এটা রাজনৈতিক মঞ্চ নয়। সেটা আমার রাজ্যে আমার সঙ্গে করতে পারেন। কিন্তু এখানে নয়। আপনি আমার থেকে ভালো জানেন, সেটা ক্রাউড ফান্ডিং হোক বা অন্য কিছু।’

 

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনার প্রসঙ্গও তুলেছেন বিক্ষোভকারীরা। মুখ্যমন্ত্রী তখন বিক্ষোভকারীদের একজনকে ভাই বলে সম্বোধন করে বলেন, ‘মিথ্যা বলবেন না। আমি আপনার প্রতি সহানুভূতি জানাই, কিন্তু এটাকে রাজনীতির প্ল্যাটফর্ম না করে বাংলায় যান এবং আপনার দলকে বলুন নিজেকে শক্তিশালী করতে যাতে তারা আমাদের সাথে লড়াই করতে পারে।’

 

 

 

 

 

 

 

 

 

 

 

সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, সোমনাথ মুখোপাধ্যায়,প্রতীক চ্যাটার্জী

ম্যানেজার – বুবুন মাইতি

এডিটর – দিব্যেন্দু দাস

এডিটর ইন চিফ – রাকেশ শর্মা

 

 

Happy
Happy
0
Sad
Sad
0
Excited
Excited
0
Sleepy
Sleepy
0
Angry
Angry
0
Surprise
Surprise
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *