ভূমিকম্পে কাঁপল মায়ানমার
সোমনাথ মুখোপাধ্যায়:Rong News
ফেব্রুয়ারির পর ফের জোড়া ভূমিকম্পে কাঁপল মায়ানমার। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে জানা গিয়েছে, দুপুর ১২টার দিকে প্রায় বারো মিনিটের ব্যবধানে দুবার কেঁপে ওঠে মায়ানমার। রিখটার স্কেলে জোড়া কম্পনের তীব্রতা ছিল যথাক্রমে ৭.৭ ও ৬.৪। আরও জানা গিয়েছে, ভূমিকম্পের উৎস মায়ানমারের মান্দালয়। এছাড়াও কম্পন অনুভূত হয় চীন ও বাংলাদেশে। বাদ যায়নি ভারত। দিল্লি ও উত্তর ভারতের বিভিন্ন অঞ্চলের পাশাপাশি কম্পন অনুভূত হয় কলকাতা, হাওড়া, হুগলি, দুই চব্বিশ পরগনাতেও। সূত্রের খবর, ভূমিকম্পে তীব্র ক্ষতিগ্রস্ত হয়েছে মায়ানমার। ভূমিকম্পের জেরে রীতিমতো কম্পন অনুভূত হয় থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্কক ও সংলগ্ন অঞ্চলে। সেখানেও ক্ষতির মাত্রা তীব্র। মান্দালয়ে নির্মীয়মান বহুতল ভেঙে ২০ জন নিহত হয়েছেন। ৮০ জন নিখোঁজ। ভূমিকম্পে চরম ক্ষতিগ্রস্ত উত্তর মায়ানমারের চিয়াং। সূত্রের দাবি, ব্যাঙ্ককে ৪৩ জনের খোঁজ মিলছে না। মায়ানমার ও থাইল্যান্ডে জরুরি অবস্থা জারি করেছে দুই দেশের প্রশাসন। এদিকে ভূমিকম্পের খবরে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই পরিপ্রেক্ষিতে মায়ানমার ও থাইল্যান্ডকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে দিল্লি। প্রধানমন্ত্রী জানিয়েছেন, সবরকম সাহায্য নিয়ে দুই দেশের পাশে রয়েছে ভারত।
সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, সোমনাথ মুখোপাধ্যায়,প্রতীক চ্যাটার্জী
ম্যানেজার – বুবুন মাইতি
এডিটর – দিব্যেন্দু দাস
এডিটর ইন চিফ – রাকেশ শর্মা
