ঘিবলি আর্ট এক নতুন প্রতারণার ফাঁদ

Views: 89
0 0

ঘিবলি আর্ট এক নতুন প্রতারণার ফাঁদ

দীপা দে , Rong News

 

বর্তমানে সোশ্যাল মিডিয়া ব্যবহার কারীরা কিছু দিন পরপর এক একটি নতুন ট্রেন্ডে গা ভাসায়। এই ব্যস্ত জীবনে একটু আনন্দ ছাড়া তারা আর কিছু ভাবেন না। তবে যাই করুন না কেন ভেবে চিন্তে সতর্কতা অবলম্বন করে করা উচিত। না হলে কিন্তু ট্রেন্ডে গা ভাসাতে গিয়ে মুহূর্তের মধ্যে নিজেকেই ভেসে যেতে হবে।

ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম এজাতীয় সমস্ত সমাজ মাধ্যমে কয়েক দিন ধরেই চলছে ঘিবলি ছবির ট্রেন্ড। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় এই ঘিবলি ছবি বানান নি এমন মানুষ খুবই কম। ঘন্টার পর ঘন্টা ধরে শিল্পীরা যে ছবি বানান তা এ আই এর মাধ্যমে মাত্র দু’মিনিটে খুব সহজেই হয়ে যাচ্ছে এতে সমাজ মাধ্যম ব্যবহার কারীরা খুব উচ্ছ্বসিত।

তবে এই ঘিবলি ছবিতে আনন্দের মাঝে একটা শঙ্কা তৈরি হচ্ছে এমনটাই এ আই বিশেষজ্ঞরা জানিয়েছেন।

যারা টাকা দিয়ে এ আই ব্যবহার করেন তারা কিছুটা নিরাপদ হলেও পুরোপুরি নয়। কিন্তু যারা বিনামূল্যে এ আই ব্যবহার করছেন তারা নিজেদের মোবাইলের সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য নিজেরাই হ্যাকারদের হাতে তুলে দিচ্ছেন। এ আই বিশেষজ্ঞরা আরো জানিয়েছেন, ঘিবলি ছবি তৈরি করাতে নেটিজেনরা নিজের সাইবার নিরাপত্তাকে বিপদের মুখে ফেলে দিচ্ছেন।

তাহলে প্রশ্ন উঠছে ট্রেন্ডে গা ভাসানো কি এতটাই ঝুঁকিপূর্ণ হতে পারে!

এ আই গবেষকরা বলছেন, ট্রেন্ডে গা ভাসানোর জন্য অগনিত মানুষ নিজেদের ব্যক্তিগত ছবি তুলে দিচ্ছেন কোন কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থার হাতে। এতে গ্ৰাহকদের বিনোদন হচ্ছে ঠিকই কিন্তু আসলে লাভবান হচ্ছে ঐ কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থা গুলি। কারন তারা এ আই কে প্রশিক্ষণ দেওয়ার জন্য বিনামূল্যেই পেয়ে যাচ্ছে অগনিত ভিন্ন মানুষের মুখ।

 

 

 

 

 

 

সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, সোমনাথ মুখোপাধ্যায়,প্রতীক চ্যাটার্জী

ম্যানেজার – বুবুন মাইতি

এডিটর – দিব্যেন্দু দাস

এডিটর ইন চিফ – রাকেশ শর্মা

Happy
Happy
0
Sad
Sad
0
Excited
Excited
0
Sleepy
Sleepy
0
Angry
Angry
0
Surprise
Surprise
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *