মোহনবাগান পরাজিত হলো জামশেদপুরের কাছে

Views: 105
0 0

*মোহনবাগান পরাজিত হলো জামশেদপুরের কাছে*

নবনীতা পাল , Rong News

আইএসএল সেমিফাইনালের প্রথম পর্বে মোহনবাগান পরাজিত হল জামশেদপুরের কাছে! নিজেদের ঘরের মাঠে ২-১ ব্যবধানে জয় পেল খালিদ জামিলের দল। ম্যাচের অতিরিক্ত সময়ে জাভি হার্নান্ডেজের দুর্দান্ত শটে জামশেদপুর জয় নিশ্চিত করে।

 

এদিন ম্যাচের শুরুতেই পেনাল্টির সম্ভাবনা তৈরি করেছিল জামশেদপুর , তবে রেফারি কর্নার দেন। ২৪ মিনিটে প্রথম গোল করেন জামশেদপুরের সিভেরিও। ৩৭ মিনিটে সমতা ফেরান মোহনবাগানের জেসন কামিংস দুর্দান্ত ফ্রি-কিকে। ৯১ মিনিটে জাভি হার্নান্ডেজের গোলেই জয় নিশ্চিত হয় জামশেদপুরের।আসলে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার পরেও দীর্ঘক্ষণ ১-১ ছিল ম্যাচের ফল। ম্যাচের একেবারে শেষ দিকে অতিরিক্ত সময়ে জয়সূচক গোল জামশেদপুরের। মাঠের বাঁদিক থেকে ঋত্বিক দাসের ক্রস ধরে বিদ্যুৎগতিতে শট মারেন জাভি হার্নান্ডেজ। ওখানেই ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়ে যায়। তবে হারলেও ফাইনালে যাওয়ার যথেষ্ট আশা রয়েছে মোহনবাগানের। ম্যাচ শেষে কোচ মোলিনা জানিয়েছেন, টিমের পারফরম্যান্সে তিনি খুশি। ফিরতি লেগে যুবভারতীতে একেবারে অন্য রূপে নামবে সবুজ-মেরুন ব্রিগেড।জামশেদপুরের কোচ খালিদ জামিল বলেন,আমার খেলোয়াড়রা ম্যাচের গুরুত্ব বুঝেছিল এবং পেশাদারিত্বের সঙ্গে খেলেছে। এখন আমাদের মূল লক্ষ্য দ্রুত রিকভারি করা এবং পরবর্তী ম্যাচের জন্য প্রস্তুত হওয়া।

 

 

 

 

 

 

 

সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, সোমনাথ মুখোপাধ্যায়,প্রতীক চ্যাটার্জী

ম্যানেজার – বুবুন মাইতি

এডিটর – দিব্যেন্দু দাস

এডিটর ইন চিফ – রাকেশ শর্মা

Happy
Happy
0
Sad
Sad
0
Excited
Excited
0
Sleepy
Sleepy
0
Angry
Angry
0
Surprise
Surprise
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *