প্রথম পদকজয়ী ভারতীয় অলিম্পিয়ান একাধারে হলিউড অভিনেতা– “নর্মান প্রিচার্ড”।
অমিতাভ গঙ্গোপাধ্যায়:রঙ নিউজ
ভারত তখন বৃটিশ সাম্রাজ্যর অধীনে। কলকাতার বৃটিশ বংশোদ্ভুত ভারতীয় নর্মান প্রিচার্ড কিন্তু উনিশশো সালের প্যারিস অলিম্পিকে আ্যাথেলেটিকসে নামার ফর্ম ভর্তি করার সময় তাঁর হোম ক্লাব হিসাবে নাম দিয়েছিলেন বেঙ্গল প্রেসিডেন্সি আ্যাথেলেটিকস ক্লাবের। পরবর্তী কালে তিনিই আবার হলিউডের অভিনেতা।তাঁর সঙ্গে আবার টিনসেল টাউনের শাহেনশা অমিতাভ বচ্চনের লতায় পাতায় যোগাযোগ।
বহুমুখি প্রতিভার অধিকারি ছিলেন নির্মান প্রিচার্ড।জন্ম ১৮৭৫ সালের ২৩শে জুন। কলকাতার আলিপুরে।বাবা জর্জ পিটারসন প্রিচার্ড ছিলেন আ্যকাউন্টটেন্ট।সেন্ট জেভিয়ার্সের ছাত্র প্রিচার্ড অ্যাথলেটিকসে স্প্রিন্ট ইভেন্টের পাশাপাশি ফুটবলটাও দুর্দান্ত খেলতেন।আবার টানা সাতবার অবিভক্ত বাংলার স্প্রিন্ট চ্যাম্পিয়ন।
উনিশশোর প্যারিস অলিম্পিকের আগে প্রিচার্ড ইংল্যান্ডে ছিলেন।সেখানে তখন অলিম্পিকের ট্রায়াল চলছে।সেই বছরের ২০শে জুন প্রিচার্ড প্যারিস অলিম্পিকের ট্রায়াল দিতে অ্যামেচার আ্যাথেলেটিকস অ্যাসোসিয়েশন অফ ইংল্যান্ড আয়োজিত প্রতিযোগিতায় নামেন।জীবনে প্রথম আন্তর্জাতিক মিট।আর এই প্রথম মিটেই পাঁচ-পাঁচটা ইভেন্টে নামার টিকিট পেয়ে যান।যার মধ্যে প্যারিস অলিম্পিকে ২০০মিটার দৌড় ও ২০০মিটার হার্ডলসে রূপো জেতেন পঁচিশ বছরের যুবক নর্মান প্রিচার্ড। হয়ে ওঠেন চিরকালীন প্রথম অলিম্পিক পদকজয়ী ভারতীয় ক্রীড়াবিদ।এখানে উল্লেখযোগ্য,প্রিচার্ডের ১৯০০সালের প্যারিস অলিম্পিক থেকে পাওয়া জোড়া পদক সহ সব পুরস্কার ভারতের নামে নথিভূক্ত হয়েছিল। প্রিচার্ডের হোম ক্লাব বেঙ্গল প্রেসিডেন্সি আ্যাথেলেটিকস ক্লাব হওয়াতে।
বিখ্যাত ব্রডওয়েতে অভিনয় করেছেন। বিশ্বের প্রথম কোন তারকা ক্রীড়াবিদ হলিউডের অভিনেতা হওয়ার নজিরও নর্মান প্রিচার্ডর।তবে অভিনয় জীবনে তিনি নাম নিয়েছিলেন নির্মান ট্রেভর। হলিউডে তাঁর অভিনীত সিনেমা ২৮টি।
এমন বহুমুখি প্রতিভারও শেষ জীবন ছিল খুবই কষ্টের।একদিকে আর্থিক অনটন।আর একদিকে একাকী,নিঃসঙ্গ ব্রেইন টিউমার আক্রান্ত।১৯২৯এর অক্টোবরে মাত্র ৫৪বছর বয়সে তিনি চিরবিদায় নেন, বহুমুখি প্রতিভার অধিকারী ভারতের প্রথম অলিম্পিক পদকজয়ী ক্রীড়াবিদ।
১০.৪.২০২৫
সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, সোমনাথ মুখোপাধ্যায়,প্রতীক চ্যাটার্জী
ম্যানেজার – বুবুন মাইতি
এডিটর – দিব্যেন্দু দাস
এডিটর ইন চিফ – রাকেশ শর্মা
