টাইমস অফ থিয়েটারের হাত ধরে থিয়েটারের ডিজিটাল জগতে প্রবেশ
অভিষেক চট্টোপাধ্যায়: RONG News
করোনা মহামারীর পর মানুষের বেশ কিছু অভ্যাস পাল্টেছ, বেশ কিছু নতুন অভ্যাসের সংযোজন হয়েছে। যার মধ্যে অন্যতম ইন্টারনেটের মাধ্যমে নাটক দেখা, গল্প শোনা বা পডকাস্ট। সিনেমা বা ওয়েব সিরিজের জন্য ওটিটি প্ল্যাটফর্ম থাকলেও, থিয়েটার বা শ্রুতিনাটক সেই জায়গায় ছিল অনেকটাই পিছিয়ে। সেই জায়গায় এগিয়ে এলো টাইমস অফ থিয়েটার। বেশ কিছুদিন তারা তাদের ওয়েবসাইটে নিজেদের কাজ চালিয়ে যাওয়ার পর গত সোমবার প্রেস ক্লাবে তারা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন তাদের apps। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে বাঙালীর হাতে এমন সুস্থ সংস্কৃতির ডিজিটাল চাবিকাঠি তুলে দিতে পেরে আনন্দিত সংস্থার কর্ণধার শুভময় বসু। তার কথায়, থিয়েটার নিয়ে বাংলায় টুকরো টুকরো অনেক কাজ হলেও একই প্ল্যাটফর্মে পুরো ব্যাপারটাকে নিয়ে আর্কাইভের মতো কাজ এই প্রথম। গুগুল প্লে স্টোরে TOT RADIO নামে সার্চ করলেই মুঠোফোনে হাজির হবে নাটক বা বাচিক শিল্পের সাত-সতেরো। কেন apps-কে বলা হচ্ছে রেডিও? এই প্রশ্নের উত্তর দিলেন এই সংস্থার সঙ্গে যুক্ত বিশিষ্ট শিল্প বিপ্লব দাসগুপ্ত। তিনি বললেন, রেডিওতে যেমন নির্দিষ্ট সময়ে অনুষ্ঠান শুনতে পাওয়া যায়, এখানেও তাই হবে। সাথে থাকবে পুরস্কার। তিনি আরও যোগ করেন, মানুষ যত ডিজিটাল হচ্ছে, ততই মানুষের মনোসংযোগ কমছে। সেখানে এই পদক্ষেপ আশার আলো দেবে, সাথে সাথে হারিয়ে যাওয়া নানান কাজ সংরক্ষণ করতেও সাহায্য করবে। শুধুই কি অনুষ্ঠানে আটকে থাকবে এই apps? সংস্থার তরফে জানানো হলো, সেটা একেবারেই নয়। পডকাস্ট ছাড়াও, থাকবে নাটকের ডিরেক্টরি, নাটকের টিকিট বিক্রির সুযোগ, নাটকের ব্লগ, নানান বিষয়ে ওয়ার্কশপ, আরও অনেক কিছু। এই সংস্থার সঙ্গে যুক্ত হয়েছেন সংস্কৃতি জগতের বিশিষ্ট মানুষজন, যাদের মধ্যে বিপ্লব দাসগুপ্ত, শমিক বন্দ্যোপাধ্যায়, সৌমিত্র বসু, জগন্নাথ বসু, উর্মিমালা বসু, অংশুমান ভৌমিক, মুরারি রায়চৌধুরী, প্রদীপ মিত্র, সঞ্চয়িতা ভট্টাচার্য অন্যতম। অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠান শুনতে apps সাবস্ক্রাইব করতে হলেও, এই apps-এ সম্পূর্ণ বিনামূল্যে শুনতে পাওয়া যাবে শিল্পীর অনবদ্য শিল্পের সম্ভার। নতুন এই পদক্ষেপ ভবিষ্যতে কতটা সাড়া ফেলে সংস্কৃতি জগতে সেটা সময়ই বলবে।
Sub Editor- Ramananda Das
Editor- Dibyendu Das
Editor in chief- Rakesh Sharma
