‘আমরা বন্ধু’র বর্ণিল কবি প্রণাম অনুষ্ঠান ভবানীপুরে
সোমনাথ মুখোপাধ্যায়:Rong News
কলকাতা
রবীন্দ্র জয়ন্তীর প্রাক্কালে আজ রবিবার সন্ধ্যায় মধ্যমগ্রামের সাংস্কৃতিক সংগঠন ‘আমরা বন্ধু’-র উদ্যোগে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান পালন হলো দক্ষিণ কলকাতার ভবানীপুরে স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের বাসভবন আশুতোষ মেমোরিয়াল হলে। আবৃত্তি, রবীন্দ্র নৃত্য, একক রবীন্দ্র সংগীত , সমবেত সংগীত, ভাষ্য পাঠ, শ্রুতিনাটকে এক ব্যতিক্রমী মনোজ্ঞ কবি প্রণাম অনুষ্ঠান পরিবেশন করেন সংগঠনের সদস্যরা। ‘আমরা বন্ধু’-র তরফে সুখেন রায়ের উদ্বোধনী সংগীত প্রশংসনীয়। রাজা ভট্টাচার্যের একক সংগীত প্রশংসার দাবি রাখে। আবৃত্তিতে বাচিক শিল্পী সঞ্জয় কুন্ডুর অনবদ্য স্বরক্ষেপণে কবিগুরুর কৃপণ ও বাউল শীর্ষক কবিতা দুটি অন্য মাত্রা পায়। অনুষ্ঠানে আমন্ত্রিত বিশিষ্ট কবি প্রলয় বসু তাঁর স্বাধীনতা সংগ্রামে রবীন্দ্রনাথ শীর্ষক গুরুত্বপূর্ণ ভাষ্য পাঠে আলোকপাত করেন রবীন্দ্রনাথের রাজনৈতিক চেতনা, ভাবনার কথা। এছাড়াও আমন্ত্রিত সাংবাদিক লেখক সোমনাথ মুখোপাধ্যায় এক ভিন্ন ধারার রবীন্দ্র বিষয়ক ভাষ্য পাঠ করেন। মনোগ্রাহী রবীন্দ্র নৃত্য পরিবেশন করেন দেবলীনা। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় পিয়ালি ঘোষ দাস যথাযথ।

Sub editor- Ramananda Das
Editor- Dibyendu Das
Editor in chief- Rakesh Sharma
