*ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় শক্তি*
নবনীতা পাল Rong News
দাবদাহ গরমে পুড়ছে বাংলা। হু হু করে বাড়ছে তাপমাত্রা। বৈশাখী দহনে নাজেহাল প্রত্যেকে। এই আবহেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড়? হাওয়া অফিসের পূর্বাভাস থেকে তেমনটাই জানা যাচ্ছে। বাংলাদেশের জনপ্রিয় একটি সংবাদমাধ্যমের দাবি, এই ঘূর্ণিঝড়ের নাম শক্তি। শ্রীলঙ্কা এই নামকরণ করেছে।
বিগত কয়েক বছরে বাংলার বুকে একাধিক ঝড় আছড়ে পড়েছে। আয়লা, আমফান থেকে ফণী, ইয়াস, মে মাস নাগাদই বহু ঘূর্ণিঝড় এই রাজ্যে তাণ্ডব চালিয়েছে। চলতি বছরের মে মাসেও কি এর পুনরাবৃত্তি হবে? হাওয়া অফিসের পূর্বাভাস তেমনটাই জানান দিচ্ছে।
ওপার বাংলার একটি প্রথম সারির সংবাদমাধ্যমের দাবি, এই ঘূর্ণিঝড়ের নাম শক্তি। তবে আঞ্চলিক হাওয়া অফিসের তরফ থেকে এই ঝড়ের জন্য কোনও আগাম সতর্কতা জারি করা হয়নি। তাদের পূর্বাভাস, আগামী ১৬-২২ মে’র মধ্যে পূর্ব মধ্য বঙ্গোপসাগরের কাছে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। বিগত কয়েক বছরের ট্রেন্ডের দিকে নজর রেখে বিশেষজ্ঞদের অনুমান, এবারের ঘূর্ণাবর্তটিও ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে।
হাওয়া অফিস এই বিষয়ে জানাচ্ছে, ঘূর্ণাবর্তটি আদৌ ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে কিনা সেটা আগে থেকে বলা যায় না। আগামী ৩-৪ দিনের মধ্যেই বিষয়টি স্পষ্ট হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। এখন প্রশ্ন হল, বছর বছর মে মাসেই কেন ঘূর্ণিঝড় ধেয়ে আসে? সেই উত্তরও দিয়েছেন বিশেষজ্ঞরা।
এর অন্যতম কারণ হল এই সময়ে সমুদ্রের জলের উষ্ণতা বৃদ্ধি। সাইক্লোন সিজন ও জলীয় বাষ্প যুক্ত পূবালী হাওয়া, এসবের জেরেই মে মাসে নানান ঘূর্ণিঝড় ধেয়ে আসে বলে খবর। এবারও এমনটাই হয় কিনা সেদিকে নজর থাকবে সকলের।
অন্যদিকে বাংলার আবহাওয়ার কথা বলা হলে, আজ পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের হলুদ সতর্কতা রয়েছে । ঝড়বৃষ্টি হতে পারে হুগলি, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, নদিয়া ও পশ্চিম মেদিনীপুরে। সেই সঙ্গেই উত্তরবঙ্গ জুড়েও আজ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, সোমনাথ মুখোপাধ্যায়,প্রতীক চ্যাটার্জী
ম্যানেজার – বুবুন মাইতি
এডিটর – দিব্যেন্দু দাস
এডিটর ইন চিফ – রাকেশ শর্মা