বিশ্ব উষ্ণায়নের নতুন দিশা
অমিতাভ গঙ্গোপাধ্যায়:রঙ নিউজ
জলবায়ু পরিবর্তনে সারা বিশ্বজুড়ে উদ্বেগ ক্রমশঃ বাড়ছে। জটিল প্রযুক্তি বা কোটি কোটি ডলারের বিনিয়োগ না করে কিভাবে সমাধান করা যায়,এ নিয়ে নতুন এক পথের সন্ধান দিয়েছেন লন্ডন ইউনিভার্সিটির একদল গবেষক। গবেষণায় জানা গিয়েছে, পৃথিবীর তাপমাত্রা কমানোর জন্য বর্তমানে ব্যবহৃত বোয়িং ৭৭৭-এর মতো বড় কার্গো বিমান দিয়েই কাজটা করা যেতে পারে।এর জন্য প্রয়োজন হবে প্রায় ১কোটি ২০লক্ষ টন সালফার ডাই অক্সাইড।এই গ্যাস বায়ুমণ্ডলের স্তরতলে ছড়িয়ে দেওয়া হলে সূর্যের আলো প্রতিফলিত হয়ে পৃথিবীতে কম পৌঁছবে,আর সেই সঙ্গে কমবে গড় তাপমাত্রা।
এই পদ্ধতিটিকে বলা হয়’স্টেট্রোস্ফেয়ারিক এ্যারোসোল ইঞ্জেকশান বা সংক্ষেপে “সাই”(SAI)।আসলে এটি ভূকৌশল পদ্ধতি,যেখানে কৃত্রিম ভাবে বায়ুমণ্ডলে কণা ছড়িয়ে সূর্যালোক প্রতিফলিত করা হয়।এই পদ্ধতিতে বিশ্বে গড় তাপমাত্রা প্রায় ০.৬ডিগ্ৰি সেলসিয়াস পর্যন্ত কমানো সম্ভব। বোয়িং ৭৭৭এর মতো কার্গো বিমান ব্যাবহার করেই একটি নির্দিষ্ট উচ্চতায় সালফার গ্যাস ছড়ানো সম্ভব, বিশেষত মেরু অঞ্চলের কাছাকাছি।তবে এর কিছু সতর্কতাও বিজ্ঞানীরা উল্লেখ করেছেন। যেহেতু এর উচ্চতা তুলনামূলক ভাবে কম বা নিচু সেই হেতু সালফার কণাগুলো বেশিদিন বায়ুমণ্ডলে থাকবেনা।ফলে প্রভাব টিকিয়ে রাখতে অন্তত তিন গুণ বেশি সালফার ব্যবহার করতে হবে।ফলে পরিবেশের ওপর এর প্রভাব পড়তে পারে। এ ব্যাপারে বিজ্ঞানীদের ধারণা এটি কোনমতেই কার্বণ নিঃসরণ কমানোর বিকল্প নয়।এটি একটি সাময়িক ও নিয়ন্ত্রিত ব্যাবস্থা হতে পারে।তবে স্বল্প খরচের এই প্রযুক্তি অদূর ভবিষ্যতে প্রয়োগ শুরু করা সম্ভব।
১২.০৫.২৫
সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, সোমনাথ মুখোপাধ্যায়,প্রতীক চ্যাটার্জী
ম্যানেজার – বুবুন মাইতি
এডিটর – দিব্যেন্দু দাস
এডিটর ইন চিফ – রাকেশ শর্মা