বিকাশ ভবনে ও চাকরিহারাদের ওপর পুলিশের লাঠিচার্জ
নবনীতা পাল: Rong News
সল্টলেকের বিকাশ ভবনে বৃহস্পতিবার (১৫ মে, ২০২৫) হঠাৎ করে উত্তেজনার পারদ চড়ে যায়, যখন চাকরিহারা ‘যোগ্য’ শিক্ষক-শিক্ষিকারা ফটক ভেঙে ভিতরে ঢুকে পড়েন। এতদিন শান্তিপূর্ণভাবে আন্দোলন করলেও আজকের এই রূপান্তরের পেছনে রয়েছে সরকারি প্রতিশ্রুতি ভঙ্গ এবং চুপিসারে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার অভিযোগ।
চাকরি হারা শিক্ষকরা ন্যায় বিচার এর দাবিতে অনড় , যোগ্য অযোগ্যদের লিস্ট যাতে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে দেয় তার জন্য আন্দোলন জোরদার করলে পুলিশ নির্বিচারে শিক্ষক শিক্ষিকাদের ওপর লাঠিচার্জ করে।
চাকরিহারা শিক্ষকদের অন্যতম প্রতিনিধি মেহবুব মণ্ডল সংবাদমাধ্যমে জানান,
“আমরা ধৈর্য্য ধরেছি, বিক্ষোভ করেছি, অনশন করেছি। তবুও বারবার প্রতিশ্রুতি ভেঙে দেওয়া হচ্ছে। এবার আর ধৈর্য্য রাখা সম্ভব নয়।”
তিনি আরও বলেন,
“আমরা কেউ দুর্নীতি করে চাকরি পাইনি। নতুন করে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত মানা সম্ভব নয়। আমাদের আগের পদে সম্মান সহকারে ফেরাতে হবে।”
উত্তেজনার মূল কারণ সরকারের তরফে চুপিসারে নিয়োগ বিজ্ঞপ্তি তৈরি করা হয়েছে বলে অভিযোগ।‘যোগ্য’ চাকরিহারাদের সঙ্গে আলোচনা ছাড়াই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশনের সময়েও তাঁদের কোনও তথ্য জানানো হয়নি।
এই সমস্ত ঘটনার প্রেক্ষিতেই বিক্ষোভকারীরা ফুঁসে ওঠেন এবং বিকাশ ভবনের ভিতরে ঢুকে পড়েন। আন্দোলনকারীদের স্পষ্ট বার্তা—
“আমরা দ্বিতীয়বার পরীক্ষা দেব না। বিজ্ঞপ্তি প্রকাশ করতেই দেব না। যতক্ষণ পর্যন্ত সদর্থক সাড়া না আসছে, আমরা এখানেই থাকব।”
এর আগে দীর্ঘদিন রাজপথে আন্দোলন চালিয়েছিলেন ‘যোগ্য’ চাকরিচ্যুতরা। এমনকি সীমান্ত উত্তেজনার সময়ও আন্দোলন প্রত্যাহারের অনুরোধ এসেছিল পুলিশের তরফে। কিন্তু আজকের মতো ভয়াবহ পরিস্থিতি আগে কখনও তৈরি হয়নি। জানা গিয়েছে, আন্দোলনকারীরা এখনও বিকাশ ভবনের ভিতরেই অবস্থান করছেন। তাঁদের দাবি— সরকার পক্ষ আলোচনায় না বসা পর্যন্ত তাঁরা এই ভবন ছাড়বেন না।
সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, সোমনাথ মুখোপাধ্যায়,প্রতীক চ্যাটার্জী
ম্যানেজার – বুবুন মাইতি
এডিটর – দিব্যেন্দু দাস
এডিটর ইন চিফ – রাকেশ শর্মা