কর্নাটক থেকে কেদার হেঁটে গেলেন ৭০র বৃদ্ধ
সোমনাথ মুখোপাধ্যায়:Rong News
ঈশ্বরের প্রতি অপার ভক্তি, বিশ্বাস ও তার সঙ্গে প্রবল ইচ্ছাশক্তিকে সম্বল করে কর্নাটক থেকে দু মাস ধরে পায়ে হেঁটে কেদারনাথ পৌঁছে গেলেন ৭০ বছর বয়সী বৃদ্ধ। সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে তাঁর সাহস, ইচ্ছাশক্তি ও ঈশ্বর বিশ্বাসকে মুক্তকন্ঠে স্বাগত জানিয়েছেন অসংখ্য মানুষ।
চার ধামের মধ্যে উত্তরাখন্ড রাজ্যের কেদারনাথ অন্যতম। অসামান্য প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে মন্দাকিনী নদীর ধারে অবস্থিত কেদারনাথ শিব। প্রতি বছর কেদার দর্শনে পাড়ি জমান অসংখ্য মানুষ। জানা গিয়েছে, ৩রা মার্চ কর্নাটকের সাবেক গুলবর্গা অধূনা কালাবুর্গি জেলা থেকে একদল তীর্থযাত্রীর সঙ্গে উত্তরাখন্ডের প্রসিদ্ধ শৈবতীর্থ কেদারনাথের উদ্দেশ্যে যাত্রা করেন ওই বৃদ্ধ। পাহাড়ি পথের চড়াই উতরাই, ঘন জঙ্গল, ঠান্ডা, বৃষ্টি কিছুই বাধা হতে পারেনি এই যাত্রাপথে। সফলভাবে প্রায় ২২০০ কিমি পায়ে হেঁটে ১লা মে তাঁরা পৌঁছে যান ১১৭০০ ফুট উচ্চতার কেদারনাথে। সকলের সঙ্গে সমানতালে পায়ে পা মিলিয়ে মুখে হর হর মহাদেব বলে শেষ পর্যন্ত কেদার পৌঁছে যান ওই বৃদ্ধ। কেদারনাথ মন্দির চত্বরে আনন্দে, আবেগে নাচতে দেখা যায় ওই বৃদ্ধ সহ দলের সকলকে। সমাজ মাধ্যমে নেট নাগরিকদের একাংশের মন্তব্য প্রবল ঈশ্বর ভক্তি ও বিশ্বাসের জোরে সবই সম্ভব।
সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, সোমনাথ মুখোপাধ্যায়,প্রতীক চ্যাটার্জী
ম্যানেজার – বুবুন মাইতি
এডিটর – দিব্যেন্দু দাস
এডিটর ইন চিফ – রাকেশ শর্মা