দ্রুত ঘুরবে পৃথিবী, ছোটো হবে দিন

Views: 23
2 0

দ্রুত ঘুরবে পৃথিবী, ছোটো হবে দিন

 

সোমনাথ মুখোপাধ্যায়:Rong News

 

চলতি সময়ে দ্রুত ঘুরবে পৃথিবী। ছোটো হবে দিন। ফলে প্রতিটি দিনের নির্দিষ্ট সময়ের থেকে কিছুটা কমে যাবে। তেমনই পূর্বাভাস দিয়েছেন বিজ্ঞানীরা। ব্রিটেনের লিভারপুল বিশ্ববিদ্যালয়ের ‘লাইভ সায়েন্স’-র সাম্প্রতিক রিপোর্টে চাঁদের অবস্থানের কারণে পৃথিবীর দ্রুত ঘূর্ণনের কথা জানিয়েছেন বিজ্ঞানীরা। তাঁরা আরও জানিয়েছেন চাঁদ ও সূর্যের আকর্ষণ, পৃথিবীর চৌম্বক ক্ষেত্র, ভূমিকম্প প্রভৃতি প্রাকৃতিক কারণে পৃথিবীর ভর বন্টনে পরিবর্তন ইত্যাদি কারণে প্রভাব পড়ে পৃথিবীর ঘূর্ণন গতির ওপর। এর ফলে প্রতিটি দিনের নির্দিষ্ট সময় ২৪ ঘন্টা বা ৮৬,৪০০ সেকেন্ডের থেকে ১.৩ থেকে ১.৫১ মিলি সেকেন্ড মতো সময় কমে যায়। তাঁদের মতে শুধুমাত্র সূর্যাস্ত বা সূর্যোদয় দিয়ে নয় বরং পৃথিবীর গঠন ও আচরণগত বৈচিত্র্যের ওপরেও নির্ভর করে দিন ও রাতের সময়সীমা। বিজ্ঞানীরা নির্দিষ্ট করে জানিয়েছেন গত বছর ২০২৪ সালের ৫ই জুলাই ছিল সবথেকে ছোটো দিন। ওইদিনের মেয়াদ ছিল নির্দিষ্ট সময়সীমার থেকে ১.৬৬ মিলি সেকেন্ড কম। চলতি বছরে ৯ই জুলাই দিন ছিল ছোটো। এরপর ২২শে জুলাই ও ৫ই অগস্ট দিনগুলিও তুলনায় ছোটো হবে। এই দিনগুলিতে চাঁদ পৃথিবীর বিষুবরেখার তুলনায় নির্দিষ্ট অবস্থানে থাকবে। ফলে সেই দিনগুলিতে পৃথিবীর ঘূর্ণন গতি বেড়ে যাবে। ফলে ছোটো হবে দিন।

 

 

 

 

 

 

 

 

সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, সোমনাথ মুখোপাধ্যায়,প্রতীক চ্যাটার্জী

ম্যানেজার – বুবুন মাইতি

এডিটর – দিব্যেন্দু দাস

এডিটর ইন চিফ – রাকেশ শর্মা

Happy
Happy
1
Sad
Sad
0
Excited
Excited
0
Sleepy
Sleepy
0
Angry
Angry
0
Surprise
Surprise
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *