আন্তর্জাতিক যোগ প্রতিযোগিতায় পূর্বস্থলীর পিয়ালীর সোনালি সাফল্য
দিব্যেন্দু দাস, রঙ নিউজ :
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাত্র তৃতীয় শ্রেণীর ছাত্রী হয়েও আন্তর্জাতিক অঙ্গনে স্বর্ণপদক জিতে দেশের মুখ উজ্জ্বল করল পূর্ব বর্ধমানের কন্যা পিয়ালী দাস। মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত 3rd UYSF Asia Pacific Yoga Sports Championship 2025-এ প্রথম স্থান অধিকার করে ভারত তথা বাংলার জন্য এই সম্মান বয়ে আনে সে।
পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীর সরডাঙ্গা গ্রামে জন্ম নেওয়া পিয়ালী বর্তমানে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। উল্লেখযোগ্যভাবে, এই একই গ্রামই মহান বাঙালি বিজ্ঞানী উপেন্দ্রনাথ ব্রহ্মচারীর জন্মভূমি।
প্রতিযোগিতায় অংশগ্রহণের আগে পিয়ালীর স্বপ্নপূরণে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল আর্থিক সংকট। বিদেশ যাত্রা নিয়ে তৈরি হয়েছিল সংশয়। সেই সময় এগিয়ে আসে উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (UUPTWA)। তাদের আর্থিক ও নৈতিক সহযোগিতায় সম্ভব হয়েছিল পিয়ালীর মালয়েশিয়া যাত্রা। অবশেষে বিশ্বমঞ্চে যোগাসনের দক্ষতা প্রদর্শন করে সে দেশের জন্য জয় করে আনে স্বর্ণপদক।
এই সাফল্যে উচ্ছ্বসিত UUPTWA-র সদস্যরা জানিয়েছেন—
“পিয়ালীর এই বিজয় শুধু পরিবারের নয়, গোটা পশ্চিমবঙ্গ ও ভারতের গর্ব। আর্থিক প্রতিবন্ধকতার কারণে প্রতিভা যেন থেমে না যায়, সেই দায়িত্ব আমরা নিয়েছিলাম। আজকের সাফল্য আমাদের সকলের আনন্দ। আমরা বিশ্বাস করি পিয়ালী আগামী দিনে আরও অনেক আন্তর্জাতিক আসরে দেশের মান বাড়াবে।”
পিয়ালীর এই সাফল্যে গ্রামবাসী ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের মধ্যেও ব্যাপক আনন্দের সঞ্চার হয়েছে। ছোট্ট বয়সে এমন গৌরব অর্জন পিয়ালীর ভবিষ্যৎকে উজ্জ্বল করবে বলেই আশা করছেন সকলে।
সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, সোমনাথ মুখোপাধ্যায় , প্রতীক চ্যাটার্জী
এডিটর – দিব্যেন্দু দাস
এডিটর ইন চিফ – ড: রাকেশ শর্মা
