*এশিয়া কাপে ভারতের মুখোমুখি হওয়ার আগে শোচনীয় অবস্থা পাকিস্তানের! ঝড় তুলতে প্রস্তুত টিম ইন্ডিয়া*
নবনীতা পাল Rong News
দুবাইতে এশিয়া কাপের জন্য টিম ইন্ডিয়া ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে। প্রথম দিনেই মাঠে দেখা গেছে ভারতীয় দলের ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহ, হর্ষিত রানাকে। এশিয়া কাপের জন্য টিম ইন্ডিয়া একটি শক্তিশালী দল নির্বাচন করেছে। যারা শিরোপা জয়ের অন্যতম বড় দাবিদার। টিম ইন্ডিয়া গত ২ মরশুম ধরে এশিয়া কাপ জিতে আসছে। এমতাবস্থায়, ভারত চ্যাম্পিয়ন হওয়ার হ্যাটট্রিক করতে পারে কিনা সেদিকেই তাকিয়ে রয়েছেন ক্রিকেট অনুরাগীরা।
এদিকে, পাক অধিনায়ক সালমান আগা ৪ ইনিংসে মাত্র ৮৫ রান করেছেন। ফখর জামানই একমাত্র ব্যাটার যিনি ফর্মে থাকার প্রমাণ দিয়েছেন। তিনি ১২৮ রান করতে সক্ষম হয়েছেন। মোহাম্মদ নওয়াজও ভালো ব্যাটিং করেছেন। সামগ্রিকভাবে, পাকিস্তানের ব্যাটিং ইউনিট এখন খুব একটা ভালো জায়গায় নেই।
যার পুরো সুবিধা টিম ইন্ডিয়া এশিয়া কাপে নিতে পারে।
আগামী ৯ সেপ্টেম্বর থেকে এই টুর্নামেন্টটি শুরু হচ্ছে। যার সবথেকে আকর্ষণীয় ম্যাচটি আগামী ১৪ সেপ্টেম্বর দুবাইতে ভারত এবং পাকিস্তানের মধ্যে সম্পন্ন হবে। এই ম্যাচের আগে, পাকিস্তান দল সংযুক্ত আরব আমিরশাহীতে একটি টি ২০ ট্রাই সিরিজ খেলছে। যেখানে তারা ফাইনালে পৌঁছে গিয়েছে। তবে তারা ফাইনালে পৌঁছে গেলেও পাকিস্তানের সফরটি খুব একটা সহজ ছিল না। আর এই বিষয়টিই টিম ইন্ডিয়ার জন্য বড় স্বস্তি হিসেবে বিবেচিত হচ্ছে। মূলত, সংযুক্ত আরব আমিরশাহীকে হারিয়ে পাকিস্তান দল ফাইনালে উঠলেও এখনও পর্যন্ত খেলা ম্যাচগুলিতে তাদের এমন ত্রুটি সামনে এসেছে যা টিম ইন্ডিয়ার জন্য ইতিবাচক।
সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, সোমনাথ মুখোপাধ্যায় , প্রতীক চ্যাটার্জী
এডিটর – দিব্যেন্দু দাস
এডিটর ইন চিফ – ড: রাকেশ শর্মা