বিশ্বজুড়ে ইন্টারনেট বিপর্যয়
দিব্যেন্দু দাস, রঙ নিউজ
গত এক সপ্তাহে পৃথিবীর বিভিন্ন অঞ্চল, বিশেষ করে ভারত, পাকিস্তান, সৌদি আরব, ও মধ্যপ্রাচ্যে ব্যাপক ইন্টারনেট বিপর্যয় দেখা দিয়েছে। মূলত লোহিত সাগরের নিচে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফাইবার অপটিক কেবল কেটে যাওয়ার ফলে এই সমস্যা সবচেয়ে বেশি দেখা দিয়েছে। ফলে একযোগে কোটি কোটি মানুষ ও হাজার হাজার প্রতিষ্ঠান ইন্টারনেট যোগাযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।
শুধু প্রযুক্তিগত ত্রুটি নয়, বৈশ্বিক পরিসরে যুদ্ধ, বিদ্রোহী গোষ্ঠীর হামলা, প্রাকৃতিক দুর্যোগ এবং জাহাজ চলাচলের কারণে কেবল ছিঁড়ে যাওয়ায় অনাকাঙ্ক্ষিত এই বিপর্যয় আরও গভীর হয়েছে। বড় বড় প্রযুক্তি কম্পানি—Google, Amazon, Fastly ও Cloudflare—এর সার্ভার ও নেটওয়ার্ক সমস্যায় জনপ্রিয় অ্যাপ, ই-মেইল, মেসেজিং, অনলাইন ব্যাংকিং, নিউজ মিডিয়া, স্বাস্থ্য পরিষেবা ও জরুরি কমিউনিকেশন পুরোপুরি বন্ধ হয়ে যায়।
বিশেষজ্ঞরা জানান, ইন্টারনেট বিপর্যয়ের প্রভাব শুধু ডিজিটাল যোগাযোগে নয়, বাস্তব অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা এবং প্রশাসনিক কার্যক্রমে সরাসরি ফেলেছে। ই-কমার্স, ব্যাংকিং, সফটওয়্যার সার্ভিস, ডিজিটাল ট্রান্সফার, ব্যবসায়িক কর্মকাণ্ড বিলম্বিত বা বন্ধ থাকায় হাজার হাজার কোটি টাকার ক্ষতি হয়। বহু দেশেই শিক্ষাপ্রতিষ্ঠান ও চিকিৎসা খাত চরম সমস্যার সম্মুখীন।
সার্বিকভাবে, বিশ্বজুড়ে ইন্টারনেট বিপর্যয় আধুনিক জীবনের নির্ভরযোগ্যতা ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থার প্রতি বড় প্রশ্ন তুলেছে। ভবিষ্যতের জন্য আরও নিরাপদ এবং বিকল্প সংযোগ স্থাপন জরুরি বলে মনে করছেন বিশ্লেষকরা।
সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, সোমনাথ মুখোপাধ্যায় , প্রতীক চ্যাটার্জী
এডিটর – দিব্যেন্দু দাস
এডিটর ইন চিফ – ড: রাকেশ শর্মা