চাকরি বহাল রাখতে হলে বাধ্যতামূলক টেট পাশ করতেই হবে;নির্দেশ সুপ্রিম কোর্টের

Views: 24
0 0

*চাকরি বহাল রাখ্তে হলে বাধ্যতামূলক টেট পাশ করতেই হবে;নির্দেশ সুপ্রিম কোর্টের*

 

নবনীতা পাল Rong News

 

সুপ্রিম কোর্ট জানিয়েছে, চাকরিতে বহাল থাকতে বা পদোন্নতির যোগ্য হতে গেলে টেট পাশ করা বাধ্যতামূলক। এই নিয়ম প্রযোজ্য হবে তাঁদের ক্ষেত্রেও, যাঁরা টেট চালুর আগেই শিক্ষক হিসেবে নিযুক্ত হয়েছেন। যেসব শিক্ষকের চাকরিতে অবসর পেতে এখনও পাঁচ বছরের বেশি সময় বাকি আছে, তাঁদের চাকরিতে থাকতে গেলে ২০২৫ থেকে টেট পাশ করতেই হবে।

সুপ্রিম কোর্ট জানিয়েছে, চাকরিতে বহাল থাকতে বা পদোন্নতির যোগ্য হতে গেলে টেট পাশ করা বাধ্যতামূলক। এই নিয়ম প্রযোজ্য হবে তাঁদের ক্ষেত্রেও, যাঁরা টেট চালুর আগেই শিক্ষক হিসেবে নিযুক্ত হয়েছেন।

 

বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি মনমোহনের বেঞ্চ একাধিক সিভিল মামলার শুনানি করতে গিয়ে এই রায় দেয়। ২০১১ সালের ২৯ জুলাই ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন টেট বাধ্যতামূলক করেছিল ১ থেকে ৮ শ্রেণির জন্য শিক্ষক নিয়োগে। প্রশ্ন উঠেছিল— টেট চালুর আগে যারা নিযুক্ত হয়েছেন, তাঁদেরও কি টেট পাশ করতে হবে?

 

যাঁদের অবসর পেতে ৫ বছরের কম সময় বাকি

তাঁদের টেট পাশ না করলেও চাকরিতে থাকতে পারবেন। তবে টেট পাশ না করলে পদোন্নতির সুযোগ পাবেন না।

 

যাঁদের অবসর পেতে ৫ বছরের বেশি সময় বাকি

তাঁদের আগামী ২ বছরের মধ্যে টেট পাশ করতে হবে। তা না হলে বাধ্যতামূলক অবসর বা চাকরিচ্যুত করা হবে। তবে অবসরকালীন সুবিধা দেওয়া হবে।

 

অবসরকালীন সুবিধা পেতে নির্দিষ্ট সময়ের যোগ্য পরিষেবা থাকতে হবে। যদি তার ঘাটতি থাকে, তবে সংশ্লিষ্ট দফতর নিয়ম মেনে সিদ্ধান্ত নেবে।

 

চাকরির জন্য আবেদন করার আগে টেট পাশ করতে হবে।কর্মরত শিক্ষকরা (৫ বছরের বেশি সার্ভিস বাকি) চাকরিতে থাকতে বা পদোন্নতি পেতে হলে টেট পাশ করতে হবে।কর্মরত শিক্ষকরা (৫ বছরের কম সার্ভিস বাকি) চাকরিতে থাকতে পারবেন, তবে টেট পাশ না করলে পদোন্নতি মিলবে না।যদিও এই রাজ্যের শিক্ষকরা বেশিরভাগই টেট পাশ, তাই দুশ্চিন্তার কারণ নেই বলেই জানা গিয়েছে।

 

 

 

 

 

 

 

সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, সোমনাথ মুখোপাধ্যায় , প্রতীক চ্যাটার্জী

এডিটর – দিব্যেন্দু দাস

এডিটর ইন চিফ – ড: রাকেশ শর্মা

Happy
Happy
0
Sad
Sad
0
Excited
Excited
0
Sleepy
Sleepy
0
Angry
Angry
0
Surprise
Surprise
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *