অভিষেক সূর্যের তেজে জয়ের রাজ তিলক ভারতেরই কপালে
নন্দিনী সাহা:Rong News
অপারেশন সিঁদুরের পর এই প্রথম চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেটে আজ মুখোমুখি হয় দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে গ্রুপ পর্যায়ের ম্যাচে। পেহেলগাওঁ এ সন্ত্রাসবাদী হামলায় নিহত পরিবারগুলি এই ম্যাচটির তীব্র বিরোধিতা করেন। প্রতিবাদস্বরূপ অধিনায়ক সহ সমগ্র ভারতীয় দল পাকিস্তানি ক্রিকেটারদের সাথে সৌহার্দ্যপূর্ণভাবে যে করমর্দন পর্ব থাকে তা থেকে বিরত থাকে।আজ ছিলো অধিনায়ক সূর্য কুমার যাদবের জন্মদিন, এই বিশেষ দিনটি স্মরণীয় হয়ে থাকল চিরশত্রু পড়শী দেশকে হারিয়ে।একপেশে এই ম্যাচে অনায়াসেই জয়লাভ করে ভারত। টসে জিতে পাকিস্তান প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং শুরুতেই বেশ কয়েকটি উইকেট হারিয়ে তারা ধুকতে থাকে এবং এই অবস্থা থেকে তারা আর বের হতে পারেনি। ভারতের প্রারম্ভিক দুই পেসার হার্দিক পান্ডিয়া এবং জসপ্রীত বুমরাহ্ ম্যাচের একেবারে শুরুতেই তাদের কোমর ভেঙে দেন। ম্যাচের পরবর্তী সময়ে ভারতীয় স্পিনাররা পাকিস্তানি ব্যাটিং লাইনআপ কে পর্যদুস্ত করেন। কোনক্রমে পাকিস্তান ২০ ওভারে ১২৭ রানের ইনিংস খাড়া করেন ভারতের সামনে। ভারতীয় ওপেনাররা ভারতের জন্য জয়ের মজবুত ভিত তৈরি করেন। রান তাড়া করে ভারতের এই জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন অভিষেক শর্মা, ত্রিলোক বর্মা এবং অধিনায়ক সূর্য কুমার যাদব। মাত্র ১৫.৫ ওভারে জয়ের নির্দিষ্ট লক্ষ্যে ভারত পৌঁছে যায় । বোলিংয়ে অসাধারণ নৈপূন্যের জন্য (১৮ রানে তিন উইকেট) কুলদীপ যাদব ম্যাচের সেরা নির্বাচিত হন। ম্যাচ শেষে অধিনায়ক আজকের জয়টি উৎসর্গ করেন দেশের বীর সেনানিদের উদ্দেশ্যে এবং সমবেদনা জানান পেহেলগাওঁ তে পাক মদতপুষ্ট আতঙ্কবাদীদের দ্বারা নিহত ভারতীয়দের উদ্দেশ্যে।
সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, সোমনাথ মুখোপাধ্যায় , প্রতীক চ্যাটার্জী
এডিটর – দিব্যেন্দু দাস
এডিটর ইন চিফ – ড: রাকেশ শর্মা
