হাড় জুড়বে আঠা

Views: 91
2 0

হাড় জুড়বে আঠা

 

সোমনাথ মুখোপাধ্যায়:Rong News

 

মাত্র কয়েক ফোঁটা আঠা। আর তাতেই বাজিমাত। দু মিনিটে ভাঙা হাড় জুড়ে সুস্থ হয়ে উঠবেন রোগী। অর্থপেডিক সার্জারি বা ভাঙা হাড়ের অস্ত্রপচারে এমনই যুগান্তকারী আবিষ্কার করে ফেলেছেন চীনা বিজ্ঞানীরা। সূত্র মারফত জানা গিয়েছে, নয়া চিকিৎসায় ভাঙা হাড় জুড়তে শল্য চিকিৎসকদের আর ধাতব রড, ক্ল্যাম্প, প্লেটের মতো ইম্প্ল্যান্ট বসানোর প্রয়োজন হবে না। স্রেফ বিশেষভাবে তৈরি করা আঠা দিয়েই সফলভাবে জুড়ে যাবে ভাঙা হাড়।

সূত্রের খবর, সামুদ্রিক ঝিনুক থেকে তৈরি এই জৈব আঠার শক্তি ২০০ কিলোর বেশি যা কিনা মাত্র ২ থেকে ৩ মিনিটের মধ্যে ভাঙা হাড় জুড়ে দিতে সক্ষম। চীনা বিজ্ঞানীদের তরফে ডঃ লিন জিয়েনফেংএর কথায়, ঝিনুক থেকে তৈরি ‘বোন ০২’ নামে এই জৈব আঠা চিকিৎসা জগতে একটি মাইলফলক স্পর্শ করল। তিনি জানান, সমুদ্রের প্রবল ঢেউয়ের স্রোতে পাথরের গায়ে দিব্যি আটকে থাকে ঝিনুক। বিরুদ্ধ পরিস্থিতিতে ঝিনুকের অবিচল থাকার ক্ষমতা দেখে তাঁর মাথায় এই ধরনের আঠা তৈরির ধারণা আসে। তিনি আরও জানান, গবেষণাগারে তৈরি এই জৈব আঠা ৬ মাসের মধ্যে শরীরে মিশে যাবে এবং এর কোনোও পার্শ প্রতিক্রিয়া নেই। তাঁর দাবি, এর সাহায্যে ১৫০ জনের বেশি রোগীকে সফলভাবে অস্ত্রপচার করে সুস্থ করে তোলা গিয়েছে। তাঁরা সকলেই ভালো আছেন। আগামী দিনে বোন ০২ নামের ভাঙা হাড় জোড়ার এই জৈব আঠার পেটেন্ট নিতে চলেছে চীন সরকার।

 

 

 

 

 

 

 

 

 

 

সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, সোমনাথ মুখোপাধ্যায় , প্রতীক চ্যাটার্জী

এডিটর – দিব্যেন্দু দাস

এডিটর ইন চিফ – ড: রাকেশ শর্মা

Happy
Happy
2
Sad
Sad
0
Excited
Excited
0
Sleepy
Sleepy
0
Angry
Angry
0
Surprise
Surprise
2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *