*পুজোর আগেই জেল থেকে মুক্তি পেতে চলেছেন পার্থ চট্টোপাধ্যায়*
নবনীতা পাল Rong News
এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘ দু’বছরেরও বেশি সময় ধরে জেলে বন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সোমবার প্রাথমিক নিয়োগ মামলার জামিন শুনানি শেষ হল কলকাতা হাই কোর্টে। বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে এ দিন শুনানি হলেও রায় ঘোষণা আপাতত স্থগিত রাখা হয়েছে। তবে এই মামলায় জামিন পেলে অবশেষে জেল থেকে বেরোতে পারবেন পার্থ।
২০২২ সালে ইডি প্রথমে নিয়োগ দুর্নীতির মামলায় পার্থকে গ্রেফতার করে। সেই থেকে তিনি জেলে বন্দি। একাধিক মামলায় বারবার জামিন চেয়েছেন, যদিও সবসময় সফল হননি। সুপ্রিম কোর্টের নির্দেশে ইডির মামলায় জামিন পান তিনি। সিবিআইয়ের দায়ের করা মামলাতেও ধীরে ধীরে মিলেছে জামিন। চলতি মাসের শুরুতে নবম-দশম ও একাদশ-দ্বাদশ নিয়োগ মামলায় আলিপুর সিবিআই বিশেষ আদালত মাত্র সাত হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তাঁর জামিন মঞ্জুর করেছে। এখন বাকি শুধু প্রাথমিকের মামলা।
পার্থের আইনজীবীর দাবি, এই মামলায় জামিন পেলেই তাঁর মক্কেল জেল থেকে বেরোতে পারবেন। তবে আদালত এখনও রায় ঘোষণা করেনি। কবে এই মামলার রায় আসবে, তা স্পষ্ট নয়। ফলে তাঁর মুক্তি নিয়ে এখনও অনিশ্চয়তা বজায় রয়েছে।
পার্থ এবং তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে ২০২২ সালে বিপুল পরিমাণ নগদ ও সম্পত্তি উদ্ধার করে ইডি। প্রায় ৫০ কোটি টাকার নগদ, সোনাদানা এবং বিলাসবহুল সম্পত্তি বাজেয়াপ্ত হয়। এরপর গ্রুপ সি, গ্রুপ ডি-সহ একাধিক নিয়োগ দুর্নীতির মামলায় তাঁর নাম জড়ায়। ইডির পাশাপাশি সিবিআই-ও গ্রেফতার করে তাঁকে।
প্রাথমিক নিয়োগ মামলায় গত বছরের ২৭ ডিসেম্বর চার্জশিট জমা দেয় সিবিআই। সেখানে পার্থ ছাড়াও অয়ন শীল ও সন্তু গঙ্গোপাধ্যায়ের নাম রয়েছে। এই মামলায় পার্থের জামাই কল্যাণময় ভট্টাচার্য রাজসাক্ষী হয়ে যাওয়ায় তাঁকে অভিযুক্ত তালিকা থেকে বাদ দেওয়া হয়। যদিও সিবিআইয়ের দাবি, পার্থ নিয়োগ দুর্নীতির ‘মূল মাথা’। মন্ত্রিত্ব হারালেও তিনি যথেষ্ট প্রভাবশালী। তাই তাঁকে জামিন দেওয়া হলে তদন্তে ব্যাঘাত ঘটতে পারে।
পার্থের আইনজীবীরা বারবার প্রশ্ন তুলেছেন, যখন অন্যান্য অভিযুক্তরা জামিন পেয়েছেন, তখন কেন প্রাক্তন মন্ত্রীকে বাইরে আসতে দেওয়া হচ্ছে না। যদিও সিবিআই স্পষ্ট জানাচ্ছে, পার্থের ভূমিকা আলাদা। এখন দেখার, হাই কোর্ট শেষ পর্যন্ত কী রায় দেয়।
পুজোর আগে কি সত্যই মুক্তি পাচ্ছে পার্থ চট্টোপাধ্যায়! এখন সেই দিকেই তাকিয়ে রাজ্য রাজনীতি এবং সাধারণ মানুষ। উল্লেখ্য, কিছুদিন আগে এবং আজও পার্থ বাবু দাবি করেছেন তিনি নির্দোষ। একই কেন্দ্র থেকে তাঁকে ৫ বার জিতিয়েছেন মানুষ। তিনি সম্মানীয় ব্যক্তি। জোর করে জেলে রেখে তাঁর সম্মান নষ্ট করা হচ্ছে।
সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, সোমনাথ মুখোপাধ্যায় , প্রতীক চ্যাটার্জী
এডিটর – দিব্যেন্দু দাস
এডিটর ইন চিফ – ড: রাকেশ শর্মা
