AI এর ফাঁদে কি ব্যক্তিগত তথ্য?
নম্রতা মুখার্জী, রঙ নিউজ
বর্তমানে নবীন হতে প্রবীণ সকলেই গা ভাসিয়েছেন এ আই এর নতুন ট্রেন্ডে। নিজস্ব ছবি দিলেই তৈরি হয়ে যাচ্ছে নানান সুন্দর মুহূর্ত বা বিশেষ কোনো ব্যক্তির সাথে বিশেষ কোনো মুহূর্ত। ছবি দিয়ে তৈরি হতে পারে মিনিয়েচার। কিন্তু এই ফাঁদে পা দিয়ে কি বাড়ছে প্রতারণার আশঙ্কা? বা এই ট্রেন্ডে গা ভাসাতে গিয়ে নিজের ব্যক্তিগত তথ্য ছড়িয়ে পড়ছে না তো? সাইবার বিশেষজ্ঞরা এই নিয়ে নানান মন্তব্য করেছেন। সাইবার বিশেষজ্ঞ অনির্বাণ মিশ্র জানিয়েছেন, পুরুষ – মহিলা নির্বিশেষে নিজস্ব ছবি যখন কোনো তৃতীয় কোনো ব্যক্তির সাথে ভাগ করে নিচ্ছি, তখন সেই ছবির সাথে ব্যক্তিগত তথ্যও তৃতীয় ব্যক্তির কাছে পৌঁছে যাচ্ছে। গুগলে ছবি দিচ্ছি মানেই সেটি একেবারে নিরাপদ – এমন ভাবার কোনো অর্থ নেই। এআই-এর অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মি. সেনগুপ্ত। তিনি বলেছেন, “ইতিমধ্যে নিজেদের অনেক তথ্য ফাঁস হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের প্রচুর ছবি রয়েছে। কাজেই এতে নতুন করে কোনো প্রাইভেসি সংক্রান্ত চিন্তা আছে বলে আমার মনে হয় না।” ট্রেন্ডে গা ভাসাতে গিয়ে নিজের বিপদ নিজে ডেকে আনছেন না তো?
সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, সোমনাথ মুখোপাধ্যায় , প্রতীক চ্যাটার্জী
এডিটর – দিব্যেন্দু দাস
এডিটর ইন চিফ – ড: রাকেশ শর্মা