পুজো পরিক্রমায় নয়া উদ্যোগ মেট্রোর
সোমনাথ মুখোপাধ্যায়:Rong News
দুর্গাপুজোয় দর্শনার্থীদের জন্য সুখবর। পুজো পরিক্রমায় নয়া উদ্যোগ মেট্রো রেলের। দুর্গাপুজো উপলক্ষে বিশেষ স্মার্ট কার্ড আনছে মেট্রো রেল। এই কার্ডের মাধ্যমে মিলবে ‘আনলিমিটেড রাইড’। মেট্রোর দাবি, স্বল্প খরচে খুব সহজেই শহর কলকাতার বিভিন্ন নামীদামি পুজো ঘুরে দেখতে পারবেন মানুষ।
মেট্রো চড়ে দর্শনার্থীদের পুজো পরিক্রমার রেওয়াজ দীর্ঘদিনের। মেট্রো সূত্রে জানা গিয়েছে, গত বছর দুর্গাপুজোয় প্রায় ৯ লক্ষ মানুষ পুজো দেখতে বেছে নেন মেট্রোকে। এ বছর একাধিক নয়া রুট চালু হতে না হতেই যাত্রীর ভিড় বেড়েছে। সবথেকে বেশি ভিড় হচ্ছে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ রুটে। মেট্রো কর্তৃপক্ষের অনুমান সব মিলিয়ে যাত্রী সংখ্যা এ বছর সংখ্যাটি ১২ লক্ষ ছাড়িয়ে যেতে পারে। বিষয়টি মাথায় রেখে এই বিশেষ স্মার্ট কার্ড আনতে চলেছে মেট্রো রেল। মেট্রো সূত্রে আরও জানা গিয়েছে, এই স্মার্ট কার্ডের মেয়াদ হবে ৩ ও ৫ দিনের। ৩ দিনের কার্ডের জন্য ২৫০ টাকা এবং ৫ দিনের জন্য ৫৫০ টাকা ধার্য করা হয়েছে। আনলিমিটেড রাইডের সুবিধা পাওয়ায় কার্ডের সময়সীমার মধ্যে যতবার খুশি মেট্রো চড়া যাবে। মেট্রোর যে কোনও স্টেশনের টিকিট কাউন্টার থেকে মিলবে এই স্মার্ট কার্ড। মেট্রো কর্তৃপক্ষের দাবি, এতে যেমন বারবার টিকিট কাটার হয়রানি থেকে বাঁচবেন মানুষ তেমনই বাঁচবে সময়। ফলে স্বল্প খরচে খুব সহজেই কলকাতার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কম সময়ে পৌঁছে পুজোর আনন্দের স্বাদ নিতে পারবেন দর্শনার্থীরা।
সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, সোমনাথ মুখোপাধ্যায় , প্রতীক চ্যাটার্জী
এডিটর – দিব্যেন্দু দাস
এডিটর ইন চিফ – ড: রাকেশ শর্মা
