নৃশংস শিক্ষকের নির্মমতার বলি তারই ছাত্রী।
নন্দিনী সাহা: Rong News
কন্যাসম নিজের ছাত্রীকে নৃশংসভাবে ধর্ষণের পরে খুন করে তার দেহ টুকরো টুকরো করে কেটে দেহ লোপাট করার চেষ্টা করেন এক ধর্ষক শিক্ষক। হাড় হিম করা এই নৃশংস ঘটনাটি ঘটে রামপুরহাটে । ঘটনায় চারদিকে নিন্দার ঝড়ের পাশাপাশি দোষী ধর্ষক শিক্ষকের শাস্তির দাবিতে ফুঁসছে মানুষ।
গত ২৮শে আগস্ট আদিবাসী ওই সপ্তম শ্রেণীর ছাত্রটি নিখোঁজ হয়ে যায়। ঘটনার অব্যবহিত পরেই ছাত্রীর পরিবারের লোকজন স্থানীয় থানায় নিখোঁজ ডায়েরি করেন। পরিবারের লোকজন ছাত্রীর স্কুলেরই পদার্থবিদ্যার শিক্ষকের এই ঘটনায় জড়িয়ে থাকার ব্যাপারে সন্দেহ প্রকাশ করেন। লাগাতার পুলিশের জেরার মুখে অভিযুক্ত শিক্ষক তার অপরাধ কবুল করেন।
ছাত্র-ছাত্রীদের কাছে পিতা মাতার পরে যদি কেউ সবচেয়ে বেশি সম্মানের আসনে অধিষ্ঠিত হন তারা হলেন তাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। তাদের স্নেহছায়ায় লালিত হয় তাদের শৈশব ,কৈশোর ও যৌবনের একটা অংশ। সম্পূর্ণ বিপরীত পথে হেঁটে কন্যাসম নিজের ছাত্রীকে নৃশংসভাবে ধর্ষণের পরে খুন করে তার দেহ টুকরো টুকরো করে কেটে দেহ লোপাট করার চেষ্টা করেন। অতীতেও তার বিরুদ্ধে যৌন নিপীড়ন মূলক নানা অভিযোগ ওঠে। ঘৃণ্য এই ঘটনার প্রতিবাদস্বরূপ স্থানীয় আদিবাসী সমাজ দুমকা রোড ২৮ ঘন্টা অবরোধ করেন। পরে পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায়। নিহত ছাত্রীটির খন্ডিত দেহাংশ উদ্ধার করা হয়, তবে কোমরের নিচের দেহাংশ এখনো উদ্ধার করা যায়নি। অভিযুক্ত শিক্ষকের ঘর থেকে ছুরি-কাঁচি সেক্সটয় ইত্যাদি উদ্ধার হয়। সমাজের সর্বস্তর থেকে এই ঘটনার তীব্র নিন্দা করা হয় এবং অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, সোমনাথ মুখোপাধ্যায় , প্রতীক চ্যাটার্জী
এডিটর – দিব্যেন্দু দাস
এডিটর ইন চিফ – ড: রাকেশ শর্মা