কন্যাকে লক্ষ্মী রূপে পুজো শিক্ষক দম্পতির
সোমনাথ মুখোপাধ্যায়:Rong News
লক্ষ্য নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সামাজিক বার্তা দেওয়া। বিষয়টি সামনে রেখে লক্ষ্মী পুজোয় নিজেদের কন্যা সন্তানকে লক্ষ্মী রূপে পুজো করলেন নদীয়া জেলার এক শিক্ষক দম্পতি। সূত্রের খবর, সোমবার কোজাগরী পূর্ণিমায় নিজেদের ৬ বছর বয়সী কন্যাকে লক্ষ্মী রূপে পুজো করলেন নদীয়া জেলার কৃষ্ণগঞ্জের নাঘাটা এলাকার শিক্ষক দম্পতি অর্জুন বাগচি ও তাঁর স্ত্রী ঝুমা। তাঁরা দুজনেই জেলার ভাজনঘাট হাইস্কুলে শিক্ষকতা করেন। কোজাগরী লক্ষ্মী পুজোর সন্ধ্যায় রীতিমতো পুরোহিত ডেকে সমস্ত উপচার সহ কন্যা অরিত্রিকাকে পুজো করলেন তাঁরা। তাঁদের কথায়, সমাজে নারী ধর্ষণ ও শিশু নির্যাতন ক্রমশ বাড়ছে। বর্তমানে এটি একটি জলন্ত ইস্যু তথা সামাজিক ব্যাধি। কন্যা সন্তান তথা সমস্ত নারীদের যথাযথ সুরক্ষা ও সম্মান দেওয়া অত্যন্ত আবশ্যক। মেয়েকে লক্ষ্মী রূপে পুজো করা আদতে নারী ধর্ষণ ও শিশু নির্যাতনের বিরুদ্ধেই সামাজিক বার্তা দেওয়ার চেষ্টা বলে জানিয়েছেন তাঁরা। জানা গিয়েছে, অরিত্রিকাকে সোনার গয়না, ফুলের মালায় সাজিয়ে, ধূপ, দীপ, ফুল, ফল, মিষ্টি দিয়ে পুজো করা হয়। হাসি মুখে সকলকে আশীর্বাদ করে লক্ষ্মী রূপী ছোট্ট অরিত্রিকা। শিক্ষক দম্পতির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী।
সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, সোমনাথ মুখোপাধ্যায় , প্রতীক চ্যাটার্জী
এডিটর – দিব্যেন্দু দাস
এডিটর ইন চিফ – ড: রাকেশ শর্মা
