প্রায়শ্চিত্ত করতে ব্রাহ্মণের পা ধোয়া জল
সোমনাথ মুখোপাধ্যায়:Rong News
প্রায়শ্চিত্ত করতে ব্রাহ্মণের পা ধোয়া জল পান করতে বাধ্য করা হলো তথাকথিত নিম্নবর্গের এক যুবককে।একবিংশ শতাব্দীতে পৌঁছেও মধ্যযুগীয় জাতিভেদ প্রথা যে এখনও সমাজের বুক থেকে চলে যায়নি তার সাম্প্রতিক ও জলন্ত উদাহরণ মধ্যপ্রদেশের দামোহ জেলার এই ঘটনা। সূত্রের খবর, দামোহ জেলায় বিভিন্ন সম্প্রদায়ের বাস রয়েছে। সেখানকার একটি গ্রামের ওবিসি কুশওয়াহ সম্প্রদায়ের এক যুবককে প্রায়শ্চিত্ত করতে ব্রাহ্মণের পা ধোয়া জল পান করতে বাধ্য করা হয়। সেই ভিডিও ছড়িয়ে পড়তেই শুরু হয় তুমুল বিতর্ক। ঘটনার জেরে স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় কুশওয়াহ সম্প্রদায়ের পক্ষ থেকে। সূত্রের দাবি, কিছুদিন আগে বেআইনি মদ বিক্রির অভিযোগে শাস্তি হিসাবে ২১০০ টাকা জরিমানা করা হয় গ্রামের ব্রাহ্মণ সম্প্রদায়ের এক ব্যক্তি অন্নু পান্ডেকে। বিষয়টি তখনকার মতো মিটলেও ঘটনার জল গড়ায় অনেকদূর। অভিযোগ যে কুশওয়াহ সম্প্রদায়ের পুরুষোত্তম কুশওয়াহ নামের এক যুবক কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে গলায় জুতোর মালা পরা অবস্থায় অন্নু পান্ডের ছবি তৈরি করে তা ভাইরাল করে। এতে রীতিমতো ক্ষেপে যায় অন্নু পান্ডে সহ গ্রামের গোটা ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষ। তড়িঘড়ি বিচারসভা বসিয়ে অভিযুক্ত যুবক পুরুষোত্তমের শাস্তি হিসাবে সকলের উপস্থিতিতে অন্নু পান্ডের পা ধোয়া জল পান করতে রায় ঘোষণা করা হয়। এর পাশাপাশি ৫১০০ টাকা আর্থিক জরিমানাও করা হয়। চাপে পড়ে বাধ্য হয়ে তাই করলেও পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন কুশওয়াহ সম্প্রদায়ের লোকজন। খবর ছড়িয়ে পড়তেই গর্জে ওঠে নেট দুনিয়া। জাতিভেদ প্রথার শিকড় যে আদতে কত গভীরে পৌঁছে গিয়েছে তা নিয়ে শুরু হয় তুমুল বিতর্ক। ঘটনার গুরুত্ব বুঝে তদন্তে নেমেছে স্থানীয় থানার পুলিশ।
সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, সোমনাথ মুখোপাধ্যায় , প্রতীক চ্যাটার্জী
এডিটর – দিব্যেন্দু দাস
এডিটর ইন চিফ – ড: রাকেশ শর্মা
