*সোমে ফের বৃষ্টি শুরু; বিদায়ের আগে ফুঁসছে ঘূর্ণাবর্ত*
নবনীতা পাল Rong News
অবশেষে বিদায় নিচ্ছে বর্ষা। আলিপুর আবহাওয়া অফিস বলছে, আগামী সপ্তাহের মধ্যে দক্ষিণবঙ্গ থেকে বর্ষা বিদায় নেবে। একইভাবে বর্ষা বিদায় নিতে নিতেই শুরু হয়ে যাবে শুষ্ক আবহাওয়ার খেলা। এদিকে সাগরে এখনও জোড়া ঘূর্ণাবর্ত অবস্থান করছে।
আবহাওয়া দপ্তর বলছে, অন্ধ্রপ্রদেশ এবং কেরালা উপকূলে রয়েছে জোড়া ঘূর্ণাবর্ত। দক্ষিণ বাংলাদেশের উপরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। তবে ঘূর্ণাবর্তের প্রভাবে বাংলার উপর কোনও প্রভাব পড়বে কি না তা এখনও জানা যায়নি। হাওয়া অফিস জানাচ্ছে, রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমবে রাজ্যে।
এদিন কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং নদিয়ায়। এই সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস রয়েছে। তার সাথে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই সব জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।
সোমবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে এই সব জেলাগুলোতে। বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম,পূর্ব-পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ ২৪ পরগনায়। তবে কোথাও আর ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে।
এদিন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙের কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পার। উত্তরবঙ্গের জেলাগুলিতে স্থানীয়ভাবে কোথাও কোথাও সামান্য বৃষ্টি হতে পারে। আগামীকাল স্থানীয়ভাবে বজগর্ভ মেঘ থেকে মেঘলা আকাশ এবং হালকা বৃষ্টি সামান্য সম্ভাবনা, দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে। পাশাপাশি বিক্ষিপ্ত হালকা বৃষ্টির ক্ষীণ সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার এবং কোচবিহারে।
সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, সোমনাথ মুখোপাধ্যায় , প্রতীক চ্যাটার্জী
এডিটর – দিব্যেন্দু দাস
এডিটর ইন চিফ – ড: রাকেশ শর্মা
