বাংলায় শুরু হচ্ছে SIR, কবে থেকে? জানিয়ে দিলো কমিশন

Views: 41
0 0

*বাংলায় শুরু হচ্ছে SIR, কবে থেকে? জানিয়ে দিলো কমিশন*

 

নবনীতা পাল Rong News

 

অবশেষে নির্ধারিত হল তারিখ। বহু জল্পনার পর পশ্চিমবঙ্গে SIR প্রক্রিয়া। নির্বাচন কমিশন সূত্রে খবর, এই বিশেষ ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া তিন মাসের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

 

গত কয়েক সপ্তাহ ধরেই রাজনৈতিক মহলে SIR নিয়ে আলোচনা চলছিল। মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর জানিয়েছিল, রাজ্যের সব জেলা প্রশাসনকে প্রাথমিক প্রস্তুতি সম্পূর্ণ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। সেই অনুযায়ী জেলা নির্বাচনী অফিসারদের কাছ থেকে রিপোর্টও তলব করা হয়েছে।

 

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, SIR প্রক্রিয়ার কাজ যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, তার জন্য ইতিমধ্যেই প্রতিটি জেলা ও মহকুমা পর্যায়ে হেল্প ডেস্ক খোলার নির্দেশ দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের কর্মীদের ২৪ ঘণ্টা প্রস্তুত থাকতে বলা হয়েছে।

 

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর জানিয়েছে, শুক্রবার থেকে তাদের অফিস ২৪ ঘণ্টা খোলা থাকবে এবং SIR সংক্রান্ত যেকোনও প্রশ্ন বা নথিপত্র যাচাইয়ের জন্য আবেদন গ্রহণ করা হবে।

 

কমিশন সূত্রে খবর, আগামী সপ্তাহেই জারি হতে পারে আনুষ্ঠানিক নোটিফিকেশন। তাতে রাজ্যের পাশাপাশি আরও ১০ থেকে ১৫টি রাজ্যেও একযোগে শুরু হবে এই প্রক্রিয়া। এর মধ্যে রয়েছে আগামী বছরের নির্বাচনমুখী কয়েকটি গুরুত্বপূর্ণ রাজ্য।

 

বিশেষজ্ঞদের মতে, SIR শুরু হওয়া মানে আসন্ন নির্বাচনের প্রস্তুতি আনুষ্ঠানিকভাবে শুরু। এই প্রক্রিয়ায় ভোটার তালিকা হালনাগাদ করা হয়, মৃত বা স্থানান্তরিত ভোটারদের নাম বাদ দেওয়া হয় এবং নতুন ভোটারদের অন্তর্ভুক্তি ঘটে।

 

সূত্রের দাবি, এই প্রক্রিয়া চলাকালীন সময়ে রাজ্যের সমস্ত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার ও জেলা নির্বাচন অফিসারদের উপস্থিতি বাধ্যতামূলক। তাঁদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে, ভোটারদের সুবিধার্থে বিশেষ কাউন্টার এবং হেল্প ডেস্ক খোলা রাখতে হবে।

 

রাজনৈতিক মহল বলছে, SIR শুরুর মধ্য দিয়েই রাজ্যে নির্বাচনের আনুষ্ঠানিক কাউন্টডাউন শুরু হয়ে গেল। কারণ এই প্রক্রিয়ার পরেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে, যা নির্বাচনের ভিত্তি হিসেবে কাজ করবে।

 

কমিশন জানিয়েছে, SIR চলাকালীন যে কোনও ধরনের অভিযোগ বা তথ্য যাচাইয়ের জন্য নির্বাচনী হেল্পলাইন নম্বর ও ওয়েবসাইট সক্রিয় থাকবে। পাশাপাশি নাগরিকদের অনুরোধ করা হয়েছে, প্রয়োজনীয় নথিপত্র যেমন আধার কার্ড, জন্ম সনদ, ঠিকানার প্রমাণ ইত্যাদি আগে থেকেই গুছিয়ে রাখতে।

 

এই মুহূর্তে রাজ্যের রাজনৈতিক দলগুলির মধ্যে শুরু হয়েছে নতুন আলোচনার ঝড়। খুব শীঘ্রই নির্বাচন কমিশন সর্বদলীয় বৈঠক ডাকতে পারে বলে কমিশন সূত্রে জানা গেছে।

 

 

 

 

 

 

সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, সোমনাথ মুখোপাধ্যায় , প্রতীক চ্যাটার্জী

এডিটর – দিব্যেন্দু দাস

এডিটর ইন চিফ – ড: রাকেশ শর্মা

Happy
Happy
0
Sad
Sad
0
Excited
Excited
0
Sleepy
Sleepy
0
Angry
Angry
0
Surprise
Surprise
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *