চলতি তাম্রলিপ্ত কাপ ২০২২

Views: 202
0 0

চলতি তাম্রলিপ্ত কাপ ২০২২

 

রামানন্দ দাস: Rong News

 

আগামী ১৯ মে থেকে ১৬ দলীয় এই নকআউট ফুটবল টুর্নামেন্ট শুরু হয় পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরের হসপিটালমোড় রাখাল মেমোরিয়াল ক্লাব মাঠে। ২০০৭ সালে একাধিক স্পনসর নিয়ে জাঁক জমক ভাবে প্রথম শুরু হয়েছিল তাম্রলিপ্ত কাপ। শুরুতে খুব জনপ্রিয়তা পেলেও পরবর্তীকালে নানা সমস্যায় একেবারে নিশ্চুপ হয়ে পড়ে এই প্রতিযোগিতা। টুর্নামেন্টটাকে আবার বড় ভাবে পরিচালনা করতেই বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে নিজের ফুটবল সংগঠনে ফেরার বার্তা দিলেন প্রাক্তন প্রভাবশালী সিপি এম নেতা, সাংসদ ও বিধায়ক লক্ষ্মণ শেঠ।

হলদিয়া,তমলুক, ঝাড়খণ্ডের মতো বেশ কয়েকটি আঞ্চলিক দল সহ গোয়া,পঞ্জাব,বিএসএফ থেকে কলকাতার ইউনাইটেড স্পোর্টস, রেলওয়ে এফসি,কাস্টমস দলও এই টুর্নামেন্টে অংশ নিয়েছে। তমলুক বিধায়ক ও রাজ্যের জলসম্পদ সেচ উন্নয়ন মন্ত্রী সৌমেন মহাপাত্র এবং বিশিষ্ট প্লেয়াররা সব রহিম নবি,মেহেতাব, হীরা মন্ডল, অসীম বিশ্বাস সহ এক ঝাঁক ফুটবলারদের উপস্থিতিতে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছিল আনুষ্ঠানিক ব্যাপকভাবে। প্রতিদিন প্রায় বিকেল ৫:৩০ মিঃ নাগাদ ভারতীয় জাতীয় সংগীত গেয়ে খেলা শুরু করে নির্দেশ মতো রেফারি, আজকের প্রথম রাউন্ডের শেষ ম্যাচ ছিল হলদিয়া ও ঝাড়খণ্ডের, ফাইনাল ১৯ জুন হওয়ার কথা। পুরষ্কার হিসেবে চ্যাম্পিয়নকে দেওয়া হবে ৪ লক্ষ ও রানার্স দলকে যথাক্রমে ৩ লক্ষ টাকা।

বৃহস্পতিবার কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে লক্ষ্মণ শেঠ বলেছেন, ‘সুব্রতবাবু (দত্ত) আমার বিশেষ পরিচিত ও বন্ধু। তাঁর পরামর্শে হলদিয়ায় শুরু করেছিলাম আইএফএ-র ফুটবল অ‍্যাকাডেমি, একটা সমসময় দারুন চলছিল কিন্তু রাজনীতির পালাবদলের পর অ‍্যাকাডেমিটা বন্ধ হয়ে যায়। কম বয়সে তিনি নিজেও ফুটবল খেলেছেন এমনটাই জানান, ফুটবল ওনার অন্তরঙ্গ, তাই ফুটবলটাকে এখনও তিনি মন প্রাণ দিয়ে ভালবাসে। তমলুকের ফুটবল উন্মাদনা ফেরাতে আমরা নতুন করে তাম্রলিপ্ত কাপ করছি, জীবনের আরো অনেক লক্ষ‍্য নিয়ে এগোতে চাই’।

 

 

 

 

Sub Editor- Ramananda Das

Editor- Dibyendu Das

Editor in chief- Rakesh Sharma

 

 

Happy
Happy
0
Sad
Sad
0
Excited
Excited
0
Sleepy
Sleepy
0
Angry
Angry
0
Surprise
Surprise
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *