ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল কংগ্রেস
নবনীতা পাল:Rong News
বছর ঘুরতেই রাজ্যে বিধানসভা নির্বাচন। ছাব্বিশের ভোটকে পাখির চোখ করে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে শাসক, বিরোধী সহ নানান রাজনৈতিক দল। ভূতুড়ে ভোটার ইস্যুতে বর্তমানে সরগরম বাংলা। এই আবহে সামনে আসছে বড় খবর! বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল তৃণমূল কংগ্রেস। সম্প্রতি পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট ব্লকের লাকুরিয়া অঞ্চলের সিউর সমবায় সমিতির ভোটে জয়লাভ করেছেন তৃণমূল কংগ্রেস। আগেও এই সমবায় সমিতিতে ক্ষমতায় ছিল জোড়াফুল শিবির। এবার ফের একবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করল তারা।
জানা যাচ্ছে, বিপক্ষে কোনও প্রার্থী ছিল না। ফলে পূর্ব বর্ধমানের মঙ্গলকোট ব্লকের লাকুরিয়া অঞ্চলের সিউর সমবায় সমিতির ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে তৃণমূল। সমিতির ৬৫টি আসনেই ফের একবার জোড়াফুল ফুটেছে।
সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, প্রতীক চ্যাটার্জী
ম্যানেজার – বুবুন মাইতি
এডিটর – দিব্যেন্দু দাস
এডিটর ইন চিফ – রাকেশ শর্মা
