ধেয়ে আসছে কালবৈশাখী
সোমনাথ মুখোপাধ্যায়:Rong News
মার্চের শুরু থেকেই তীব্র গরমে নাজেহাল রাজ্যবাসীর জন্য সুখবর। কয়েক ঘন্টার মধ্যেই দক্ষিণবঙ্গে ধেয়ে আসতে চলেছে কালবৈশাখী। তেমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আজ বৃহস্পতিবার বিকালের মধ্যেই বেমালুম পাল্টে যাবে আবহাওয়া। দমকা ঝোড়ো হাওয়ার হাত ধরে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ দক্ষিণ বঙ্গের প্রায় সব জেলাতেই আছড়ে পড়তে পারে কালবৈশাখী। আবহাওয়া দপ্তর সূত্রে আরও জানা গিয়েছে, ঝড়ের গতিবেগ ঘন্টায় ৪০ থেকে ৬০ কিমি হতে পারে। ঝড়ের সঙ্গে কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি কোথাও বা বজ্র বিদ্যুৎ সহ শিলাবৃষ্টির কথা শুনিয়েছে আবহাওয়া দপ্তর। আরও জানা গিয়েছে, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হুগলিতে বেশি মাত্রায় বৃষ্টিপাত হতে পারে। শুক্রবার উত্তরবঙ্গে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দেওয়ার পাশাপাশি আগামী সোমবার পর্যন্ত কমবেশি ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, সোমনাথ মুখোপাধ্যায়,প্রতীক চ্যাটার্জী
ম্যানেজার – বুবুন মাইতি
এডিটর – দিব্যেন্দু দাস
এডিটর ইন চিফ – রাকেশ শর্মা
